অপারেটিং সফটওয়্যার কি

আমরা আগেই জেনেছি কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মিল-বন্ধনে চলে। এই সফটওয়্যার এরই একটি অপারেটিং সফটওয়্যার। আর এই  অপারেটিং সিস্টেম কম্পিউটারে চালানোর  সবচেয়ে গুরুত্বপূর্ণ সফ্টওয়্যার। এটি কম্পিউটারের মেমরি এবং প্রসেস পরিচালনা করে, এর সাথে সাথে তার সব সফ্টওয়্যার এবং হার্ডওয়্যারও। আপনি যাই ভাষা বলুন না কেন কম্পিউটার তা কিছুই জানে না। তা ইংরাজী বা  বাংলা যাই হোক না কেন। কম্পিউটার 010101 এই  কোড এ তে কথা বলে। আপনি যদি এই ভাষা না জানেন তাহলে কি করে কম্পিউটারের সাথে কথা বলবেন ? অপারেটিং সফটওয়্যার এই সমস্যাকে দূর করে। আমরা কম্পিউটারের ভাষা না জেনেও তার সাথে যোগাযোগ করতে পারি।  একটি অপারেটিং সিস্টেম ছাড়া, একটি কম্পিউটার অর্থহীন হয়। কয়েকটি উদাহরণ দিলে তা পরিষ্কার হয়ে যাবে। যেমন

 মাইক্রোসফট এর
উইন্ডোস এক্সপি


উইন্ডোস ১০
আপেল এর
ম্যাক ওএস ১০

মোবাইল এ যেমন গুগল এর
এন্ড্রোইড 
এ সবই অপারেটিং সফটওয়্যার।



No comments

Powered by Blogger.