কিভাবে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করতে হয়

কেন্দ্রীয় অথর্মন্ত্রী অরুন জেটলি ফাইনান্স বিল ২০১৭-২০১৮ এ আধার নম্বর ও প্যান কার্ড নম্বর লিঙ্ক  করার সংশোধন এনেছেন। একাধিক প্যান কার্ড ব্যবহার করে যাতে কর ফাঁকি না দিতে পারে তার জন্য এই ব্যবস্থা। এতে বলা হয়েছে প্রত্যেক প্যান কার্ড এর সাথে আধার কার্ড নম্বর লিঙ্ক করতে হবে। তাই আয়কর দপ্তর প্যান নম্বর এর সাথে আধার নম্বর যোগ করতে নতুন এ-ফেসালেটি ব্যবস্থা চালু করেছে। এর ফলে আর রেজিস্ট্রি না করেই প্যান নম্বর এর সাথে আধার নম্বর লিঙ্ক করা যাবে। সহজে প্যান নম্বর এর সাথে আধার নম্বর যোগ করতে আয়কর দপ্তরের ওয়েবসাইট https://incometaxindiaefiling.gov.in/ এ যেতে হবে। এখানে হোম পেজ নতুন একটি লিঙ্ক যুক্ত করা হয়েছে। Link Aadhaar  . 



ওই লিঙ্ক এ ক্লিক করে নিজের প্যান নম্বর , আধার নম্বর এবং আধার কার্ড এ যে নাম রয়েছে ঠিক সেই নাম টাইপ করতে হবে।একটি captcha code ইমেজ দেবে , দেখে দেখে নিদিষ্ট জায়গায় টাইপ করে Link Aadhaar এ ক্লিক করতে হবে। 
  UIDAI বা উনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই সব তথ্য প্রথম যাচাই করে দেখবে। তথ্যে কোনো ভুল না পেলে লিঙ্কিং সফল হয়েছে বলে একটি ম্যাসেজ দেখাবে।

এই পোস্ট টি ভিডিও তে দেখার জন্য নিচের ভিডিও টি দেখুন। .







1 comment:

  1. আমার আধার কাড লিংক নাই

    ReplyDelete

Powered by Blogger.