কলকাতা পুলিশ এ Civic Volunteers পদে এ নিয়োগ

কলকাতা পুলিশ এ Civic Volunteers পদে এ নিয়োগ



কলকাতা পুলিশ এ Civic Volunteers  এ শূন্য পদ রয়েছে। তাই কলকাতা পুলিশ এ Civic Volunteers পদে এ নিয়োগ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনি আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা :  Kolkata Police 

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : FRC/Recruit/04/2019

🔵 পদের নাম :  Civic Volunteer পদ। 

🔵 শূন্য পদ সংখ্যা : 334

🔵 কর্মস্থল : কলকাতা (পশ্চিমবঙ্গ )

🔵 আবেদন শুরু : শুরু হয়েগেছে। 

🔵 আবেদনের শেষ তারিখ : 06/08/2019

🔵 আবেদনের পদ্ধতি : Offline ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা : অষ্টমশ্রেনী  (VII) পাশ যোগ্যতা লাগবে।

🔵 বয়স সীমা :  01/01/2019  এ 20 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে। 

🔵 আবেদন মূল্য : কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

🔵নির্বাচন পদ্ধতি : ইন্টারভিউ  এর মাধ্যমে প্রার্থী নির্বাচ হবে। 

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত প্রার্থীগণ কলকাতা পুলিশের  ওয়েবসাইট (http://www.kolkatapolice.gov.in .এ গিয়ে , এপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে  আবেদন করতে পারেন। নির্ধারিত কাগজপত্র সহ যথাযথভাবে পূরণ করা আবেদনপত্রটি ব্যক্তিগতভাবে জমা দিতে হবে। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...





1 comment:

  1. There are so many varieties of|several varieties of|various kinds of} on-line casino video games out there at present. Therefore, 점보카지노 it's a good idea that you understand how|you know the way} a given game works and what must be accomplished to achieve sure outcomes. NetEnt is seen as being one of the absolute best within the slots improvement business.

    ReplyDelete

Powered by Blogger.