Indian Coast Guard Recruitment 2019

AS NAVIK (DOMESTIC BRANCH) 10th ENTRY - 01/2020 BATCH
APPLICATION WILL BE ACCEPTED ‘ONLINE’ FROM 30 Oct TO 08 Nov 2019

Navik (DB) Vacancies 01/2020 Batch
Navik (DB) Vacancies 01/2020 Batch

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? আপনার জন্য সুবর্ণ সুযোগ। Indian Coast Guard  বিভিন্ন  পদে (Navik (DB)10th Entry – 01/2020 Batch ) নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনিও আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা : Indian Coast Guard

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : Not Specified

🔵 পদের নাম : Guard Navik (DB) 10th Entry – 01/2020 Batch পদ।

🔵 শূন্য পদ সংখ্যা : Not Specified

🔵 বেতন :Starting Basic Pay Scale for Navik (DB) is 21700/- (Pay Level-3)

🔵 কর্মস্থল : All Over India

🔵 আবেদন শুরু : 30 October 2019

🔵 আবেদনের শেষ তারিখ : 08-11-2019 till 17:00 hrs

🔵e-Admit card প্রিন্ট আউট নেওয়ার শেষ তারিখ: 17 থেকে 22-11-2019 পর্যন্ত।

🔵 পরীক্ষার তারিখ: নভেম্বর 2019 এর মাস শেষ

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা : কেন্দ্র / রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে প্রার্থীদের মোট ৫০% নম্বর সহ দশম শ্রেণি পাশ হতে হবে।

🔵 বয়স সীমা : 01/04/2020 এ 18 থেকে 22  বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ প্রার্থীদের 01-04-1998 থেকে 31-03-2002 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে।
    সরকারি নিয়ম অনুসারে বয়স ছাড় প্রযোজ্য।

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।

🔵 আবেদন মূল্য : কোনোরকম আবেদনমূল্য লাগবে না। 

🔵নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা ও দক্ষতার পরীক্ষার  মাধ্যমে প্রার্থী নির্বাচ হবে। 

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত অব ও যোগ্য প্রার্থীগণ  Indian Coast Guard এর অফিসিয়াল  ওয়েবসাইট  https://joinindiancoastguard.gov.in/  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...


👉 আবেদন করুন      Link Activate on 30/10/2019

No comments

Powered by Blogger.