Recruitment of Laboratory Assistant at SDCRL

পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে এসডিসিআরএলে ল্যাবরেটরি সহকারী পদে সরাসরি নিয়োগ



আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? আপনার জন্য সুবর্ণ সুযোগ।West Bengal Health Recruitment Board বিভিন্ন  পদে (Laboratory Assistant) নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনিও আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা : West Bengal Health Recruitment Board

🔵 বিজ্ঞপ্তি নাম্বার :  R/Lab. Asstt.-9/73(1)/2019

🔵 পদের নাম : Laboratory Assistant পদ।

🔵 শূন্য পদ সংখ্যা : 9

🔵 বেতন :  Rs.5400/- --- Rs.25200/-, [ PB 2 , Grade Pay – Rs. 2900/-]. Other allowances are
admissible as per existing Government Rules.

🔵 কর্মস্থল : West Bengal

🔵 আবেদন শুরু : 17th October’2019

🔵 আবেদনের শেষ তারিখ : 24th October’2019 (before 8 PM).

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা : B.Pharm./B.Tech(Chemical/Pharmaceutical)/B.Sc.(Hons. In Chemistry) or Botany or Zoology as one of the subjects with 4 years experience in any analytical Laboratory. Desirable qualification : M.Pharm./M.Tech./M.Sc.(Chemistry)

🔵 বয়স সীমা : 01/01/2019 এ  32  বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে। 

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।

🔵 আবেদন মূল্য : Rs. 160/-
through Banks participating in the GRPS ( Govt. Receipt Portal System ), Govt. of  West Bengal under the Head of Account ‘0051-00-104-002-16’.

🔵নির্বাচন পদ্ধতি : ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন  হবে।

Total Marks- 100

Academic and Experience : 85 marks

HS(10+2) : 20 (Maximum)
Undergraduate : 45 (Maximum) ;
Post Graduate : 10 (Maximum) ;
Ph.D : 5 marks.
Professional experience : 5 (Maximum) [ After essentially required years, 1/year ]

Interview : 15 ( Maximum)

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত অব ও যোগ্য প্রার্থীগণ West Bengal Health Recruitment Board  এর অফিসিয়াল  ওয়েবসাইট  https://www.wbhrb.in/  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...



No comments

Powered by Blogger.