Central Board of Secondary Education (CBSE) recruitment

CBSEতে  নিয়োগ -357 Assistant,Translator,Stenographer ও Accountant

Image result for job
CBSE recruitment

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? আপনার জন্য সুবর্ণ সুযোগ।Central Board of Secondary Education (CBSE)  বিভিন্ন  পদে (Assistant,Translator,Stenographer ও Accountant) নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনিও আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা : Central Board of Secondary Education (CBSE)

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : CBSE/RECTT.CELL/ADVT./FA/01/2019/

🔵 পদের নাম : Assistant,Translator,Stenographer ও Accountant পদ। বিস্তারিত জানতে এখানে  ক্লিক করুন 

🔵 শূন্য পদ সংখ্যা : 357

🔵 বেতন : Rs.9300 - 34800/- With Grade Pay Rs. 4200/-

🔵 কর্মস্থল : 

1.       Delhi/Noida
2.       Dehradun/Panchkula/Chandigarh
3.       Allahabad/Patna
4.       Bhubaneshwar/Guwahati
5.      Chennai/Trivandrum
6.      Pune/Bengaluru
7.      Ajmer/Bhopal

🔵 আবেদন শুরু : 15-11-2019

🔵 আবেদনের শেষ তারিখ : 16-12-2019

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।

🔵 আবেদন মূল্য :

Unreserved/ OBC/ EWS
➤ Group- Aপদগুলির জন্য Rs. 1500/-
➤Group- B & C পদগুলির জন্য  Rs. 800/-

 SC/ ST/ PwBD/ Ex Servicemen/ Women/ Regular CBSE Employee - কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না। 

আবেদন ফী, ক্রেডিট  ও ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে বা নেট ব্যাংকিং বা মোবাইল ওয়ালেট  অথবা ক্যাশ কার্ড এর মাধ্যমে জমা দেয়া যাবে।

🔵নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা ও দক্ষতার পরীক্ষার  মাধ্যমে প্রার্থী নির্বাচ হবে। 

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত অব ও যোগ্য প্রার্থীগণ Central Board of Secondary Education (CBSE) এর অফিসিয়াল  ওয়েবসাইট  http://cbse.nic.in/newsite/index.html  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...




No comments

Powered by Blogger.