এক নজরে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান : আমাদের পৃথিবী (GK)

এক নজরে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান : আমাদের পৃথিবী (GK)

Image result for general knowledge

 পৃথিবীর ওজন  প্রায় 6697×10 টেন টু দি পাওয়ার 18 টন।

 পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অপসুর ) 15 কোটি  20 লক্ষ কিমি।

 পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব  14 কোটি 70 লক্ষ্য  কিমি।

 পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে  8 মিনিট 20 সেকেন্ড।

 পৃথিবীর আহ্নিক গতির সময়  23 ঘন্টা 56 মিনিট 4.09 সেকেন্ড।

 পৃথিবীর পরিক্রমণ গতির সময়  365 দিন 5 ঘন্টা 48 মিনিট  46 সেকেন্ড।

 পৃথিবীর বার্ষিক গতির বেগ  30 কিমি/ সেকেন্ড।

 পৃথিবীর ক্ষেত্রফল  51,0100500 বর্গ কিমি।

 পৃথিবীর স্থলভাগ   14,8950800 বর্গ কিমি।

 পৃথিবীর  জলভাগ  36,1149700 বর্গ কিমি।

 পৃথিবীর মেরু বরাবর পরিধি  40 হাজার কিমি।

 পৃথিবীর বিষুবরেখা বরাবর পরিধি 40067  কিমি।

 পৃথিবীর মেরু ব্যাস  12714 কিমি।

পৃথিবীর  বিষুব ওবরাবর পড়ায় 12757 কিমি।

পৃথিবীর মহাদেশের সংখ্যা সাতটি।

 পৃথিবীর মহাসাগরের সংখ্যা  পাঁচটি।

 পৃথিবী কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করে  20 কিমি/সেকেন্ড।

 পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে ? 62 পূর্ণ 1/2 ডিগ্রি কোণে।

পৃথিবীর ঋতু বৈচিত্র দেখা যায় না   নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চল।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত   তিন লক্ষ 84400  কিমি।

পৃথিবীর উপগ্রহ চাঁদের ব্যাস কত 3475  কিমি।

 পৃথিবীর পরিক্রমণ সময় কত? 27 দিন 7 ঘণ্টা 43 মিনিট 11.47  সেকেন্ড।

চাঁদের দৈনিক তাপমাত্রা কত ? দিনে 100 ডিগ্রী সেন্টিগ্রেড।

চাঁদের সর্বোচ্চ পর্বত লিবনিৎজ , উচ্চতা 10660 মিটার।

পৃথিবীতে চাঁদের আলো আসতে সময় লাগে কত  1.3 সেকেন্ড।

No comments

Powered by Blogger.