ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে চাকরি

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে এ নিয়োগ - 15 অ্যাসিস্ট্যান্ট টিচার ও লোয়ার ডিভিশন ক্লার্ক



উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পাশ 



আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? আপনার জন্য সুবর্ণ সুযোগ। অ্যাসিস্ট্যান্ট টিচার ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 15 জন কে নেবে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড। নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনিও আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা : Barrackpur Cantonment Board

🔵 পদের নাম :  অ্যাসিস্ট্যান্ট টিচার ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদ।

🔵 শূন্য পদ সংখ্যা : 15

🔵 বেতন : 5,400 থেকে 25,200 টাকা,   গ্রেড পে 2,600  টাকা।

🔵 কর্মস্থল : পশ্চিমবঙ্গ

🔵 আবেদন শুরু : 08/12/2019

🔵 আবেদনের শেষ তারিখ : 07/01/2020

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা :
অ্যাসিস্ট্যান্ট টিচার : উচ্চমাধ্যমিক। সাথে DLED  কোর্স পাশ ।  বাংলা বা হিন্দি বা ইংরেজি মাধ্যমে শিক্ষকতা দক্ষতা থাকলে এবং কম্পিউটার নলেজ থাকলে অগ্রাধিকার।
লোয়ার ডিভিশন ক্লার্ক : মাধ্যমিক। সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে মিনিট এ  ত্রিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।  কম্পিউটার নলেজ থাকলে অগ্রাধিকার। 

🔵 বয়স সীমা : 18 থেকে 25 বছর।  সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। 
🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।

🔵 আবেদন মূল্য : Rs.250/-

🔵নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা ও দক্ষতার পরীক্ষার  মাধ্যমে প্রার্থী নির্বাচ হবে। 

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত অব ও যোগ্য প্রার্থীগণ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে এর অফিসিয়াল  ওয়েবসাইট  https://cbbarrackpore.org/  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...




No comments

Powered by Blogger.