Indian Oil Corporation Limited Trade Apprentice Recruitment

IOCL-তে  নিয়োগ - 248 Trade Apprentice



Image result for Indian Oil Corporation Limited



আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? আপনার জন্য সুবর্ণ সুযোগ। Indian Oil Corporation Limited  বিভিন্ন  পদে (Trade Apprentice) নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনিও আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা : Indian Oil Corporation Limited(IOCL)

🔵বিজ্ঞপ্তি নাম্বার :  IOCL/MKTG/SR/APPR/2019-2020-Phase III


🔵 পদের নাম : Trade Apprentice পদ।

🔵 শূন্য পদ সংখ্যা : 248

🔵 List of the Trade Apprentice:

➤Trade Apprentice Fitter

➤Trade Apprentice Electrician

➤Trade Apprentice Electronic Mechanic

➤Trade Apprentice-Instrument Mechanic

➤Trade Apprentice-Machinist.

🔵 বেতন : Rs.9300 - 34800/- With Grade Pay Rs. 4200/-

🔵 কর্মস্থল : Tamil Nadu, Puducherry, Karnataka, Andhra Pradesh & Telangana

🔵 আবেদন শুরু : 13/01/2020

🔵 আবেদনের শেষ তারিখ : 27/01/2020

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা : Candidates should be completed Matric with 02 years ITI course in relevant trade.

🔵 বয়স সীমা : 31/12/2019 এ 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। 

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।

🔵 আবেদন মূল্য : কোন আবেদন ফি নেই।

🔵নির্বাচন পদ্ধতি : পরীক্ষার ভিত্তিতে প্রার্থী নির্বাচ হবে।

🔵লিখিত পরীক্ষার প্যাটার্ন:

S.No.                 Subjects
1             Technical Acumen in relevant discipline
2             Generic Aptitude including Quantitative Aptitude
3             Reasoning Abilities
4             Basic English Language Skills

🔵 লিখিত পরীক্ষার তারিখ : 09/02/2020

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত অব ও যোগ্য প্রার্থীগণ  প্রথমে Trade Apprentice হিসাবে অনলাইন www.apprenticeship.gov.in  register করতে হবে। তারপর  Indian Oil Corporation Limited(IOCL) এর অফিসিয়াল  ওয়েবসাইট  https://www.iocl.com/  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...


No comments

Powered by Blogger.