আমাদের পৃথিবী সমন্ধে কিছু তথ্য

আমাদের পৃথিবী সমন্ধে কিছু তথ্য 

Image result for Some information about our world


পৃথিবীর ওজন প্রায় 6,697×1018

পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অপসুর) 15 কোটি কুড়ি লক্ষ কিমিঃ

পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অনুসূর) 14 কোটি 70 লক্ষ কিমিঃ

পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড

পৃথিবীর আহ্নিক গতির সময় 23 ঘণ্টা 65 মিনিট 4.09 সেকেন্ড

পৃথিবীর পরিক্রমণ গতির সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট

পৃথিবীর বার্ষিক গতির বেগ/ পৃথিবীর সূর্য প্রদক্ষিণ বেগ 30 কিমি/সেকেন্ড

পৃথিবীর ক্ষেত্রফল  প্রায় 51,01,00,500 বর্গকিমি

পৃথিবীর স্থলভাগ প্রায় 14,89,50,800 বর্গকিমি

পৃথিবীর মেরু বরাবর পরিধি প্রায় 40,000 

পৃথিবীর বিষুবরেখা বরাবর পরিধি প্রায় 40,067

পৃথিবীর মেরু ব্যাস প্রায় 12,714 কিমিঃ

পৃথিবীর বিষুব বরাবর ব্যাস প্রায় 12,757 কিমিঃ

পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি 

পৃথিবীর মহাদেশের সংখ্যা সাতটি

 পৃথিবীর মহাসাগরের সংখ্য পাঁচটি

পৃথিবী কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করে  ➣ 20 কিমি/সেকেন্ড 

পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে হেলার  পরিমাণ 66*1/2°

পৃথিবীর ঋতু বৈচিত্র দেখা যায় না নিরক্ষীয় অঞ্চলে ও মেরু অঞ্চলে

 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3 লক্ষ 84 হাজার 400 কিমিঃ

পৃথিবীর উপগ্রহ চাঁদের ব্যাস 3,475 কিমিঃ

পৃথিবীকে  চাঁদের পরিক্রমণ সময় 27 দিন 7 ঘণ্টা 43 মিনিট 11.47 সেকন্ড 

চাঁদের দৈনিক তাপমাত্রা দিনে 100° সেন্টিগ্রেড, রাতে  -180°  সেন্টিগ্রেড

চাঁদের  সর্বোচ্চ পর্বত লিবনিৎজ (10,660 মিটার)
 পৃথিবীতে  চন্দ্রের আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড 



No comments

Powered by Blogger.