আমাদের পৃথিবী সমন্ধে কিছু তথ্য
আমাদের পৃথিবী সমন্ধে কিছু তথ্য
➥পৃথিবীর ওজন ➣প্রায় 6,697×1018
➥পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অপসুর) ➣15 কোটি কুড়ি লক্ষ কিমিঃ
➥পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অনুসূর) ➣14 কোটি 70 লক্ষ কিমিঃ
➥পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে ➣8 মিনিট 20 সেকেন্ড
➥পৃথিবীর আহ্নিক গতির সময় ➣23 ঘণ্টা 65 মিনিট 4.09 সেকেন্ড
➥পৃথিবীর পরিক্রমণ গতির সময় ➣365 দিন 5 ঘন্টা 48 মিনিট
➥পৃথিবীর বার্ষিক গতির বেগ/ পৃথিবীর সূর্য প্রদক্ষিণ বেগ ➣30 কিমি/সেকেন্ড
➥পৃথিবীর ক্ষেত্রফল ➣প্রায় 51,01,00,500 বর্গকিমি
➥পৃথিবীর স্থলভাগ ➣প্রায় 14,89,50,800 বর্গকিমি
➥পৃথিবীর মেরু বরাবর পরিধি ➣প্রায় 40,000
➥পৃথিবীর বিষুবরেখা বরাবর পরিধি ➣প্রায় 40,067
➥পৃথিবীর মেরু ব্যাস ➣প্রায় 12,714 কিমিঃ
➥পৃথিবীর বিষুব বরাবর ব্যাস ➣প্রায় 12,757 কিমিঃ
➥পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য ➣প্রায় 96 কোটি কিমি
➥পৃথিবীর মহাদেশের সংখ্যা ➣সাতটি
➥পৃথিবীর মহাসাগরের সংখ্য ➣পাঁচটি
➥পৃথিবী কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করে ➣ 20 কিমি/সেকেন্ড
➥পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে হেলার পরিমাণ ➣66*1/2°
➥পৃথিবীর ঋতু বৈচিত্র দেখা যায় না ➣নিরক্ষীয় অঞ্চলে ও মেরু অঞ্চলে
➥পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ➣3 লক্ষ 84 হাজার 400 কিমিঃ
➥পৃথিবীর উপগ্রহ চাঁদের ব্যাস ➣3,475 কিমিঃ
➥পৃথিবীকে চাঁদের পরিক্রমণ সময় ➣27 দিন 7 ঘণ্টা 43 মিনিট 11.47 সেকন্ড
➥চাঁদের দৈনিক তাপমাত্রা ➣দিনে 100° সেন্টিগ্রেড, রাতে -180° সেন্টিগ্রেড
➥চাঁদের সর্বোচ্চ পর্বত ➣লিবনিৎজ (10,660 মিটার)
➥পৃথিবীতে চন্দ্রের আলো আসতে সময় লাগে ➣1.3 সেকেন্ড
No comments