কিছু খেলা ও সংশ্লিষ্ট ট্রফি

সাধারণ জ্ঞান বিভাগ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ। এই বিভাগে স্পোর্টস বা খেলা থেকে অনেকেই প্রশ্ন আসে। এখানে আমরা কিছু খেলা ও তার সংশ্লিষ্ট ট্রফি নিয়ে লিস্ট দিলাম। যা আপনার সাধারণ জ্ঞান(GK ) আরও বৃদ্ধি করতে সাহায্য করবে।
খেলা
|
সংশ্লিষ্ট
ট্রফি
|
ফুটবল
|
ডুরান্ড
কাপ, রোভার্স
কাপ, এয়ারলাইন্স
কাপ, ফেডারেশন
কাপ, সুব্রত
কাপ, বিশ্বকাপ,
স্স্টাফোর্ড
কাপ, UEFA কাপ,
নেহেরু
গোল্ডকাপ, ম্যাকডোয়েলকাপ,
মারডেকা
কাপ, সন্তোষ
ট্রফি, জুলেরিমে
ট্রফি, কলিংগ
কাপ, আই এফ এ
লীগ,
ইন্দিরাগান্ধী
কাপ, ডি সি এম
কাপ, সিকিম
গভর্নর
গোল্ড কাপ, নেশনস
কাপ,
লাল
বাহাদুরশাস্ত্রী
কাপ, ইন্ডিপেন্ডেন্স
ডে কাপ, ইউরোপীয়
কাপ, বরদোলুই
|
বাস্কেটবল
|
বাসালাট
ঝাঁ টফি ,বি.সি.
গুপ্তা
ট্রফি, ফেডারেশন
কাপ, টোড
মোড়ল ট্রফি ,
উইলিয়াম
জোনস টফি, এস.
এম অর্জুনা
রাজা ট্রফি।
|
বিলিয়ার্ড/
স্নুকাব
|
আর্থার
ওয়াকার
ট্রাফিক, থমাস
কাপ ।
|
এয়ার
রেসিং
|
জহরলাল
চ্যালেঞ্জ
ট্রাফি, কিংস
কাপ।
|
বোট
রোয়ইয়ং
|
আমেরিকান
কাপ ( ইয়েট
রেসিং), ওয়েলিংটন
( ইন্ডিয়া)
|
বক্সিং
|
ফেডারেশন
কাপ, ভাল্
বাকের ট্রফি,
এসপি
জাহিরা
ট্রফি ।
|
তাস
|
বাসালাট
ঝাঁ ট্রফি, হোলকার
ট্রফি, রুইয়া
গোল্ডকাপ , সিংঘানিয়া
ট্রফি।
|
দাবা
|
ওয়ার্ল্ড
কাপ, লিমকা
ট্রফি, লিনারেস
সিটি ট্রফি , নাইডু
ট্রফি, খৈতান
ট্রফি।
|
ক্রিকেট
|
বেনসন
হেজেস কাপ, চ্যাম্পিয়ন
ট্রফি, এশিয়া
কাপ, অ্যাশেস,
চারমিনার
চ্যালেঞ্জ
ট্রফি ।সি .কে
নাইডু ট্রফি,
কোচবিহার
ট্রফি, দিলীপ
ট্রফি, রনজি
ট্রফি, জি.ডি.
বিরলা ট্রফি,
গাভাস
কার -বর্ডার
ট্রফি, ICC
বিশ্বকাপ,
উইজডেন
ট্রফি, বিজয়
হাজারে
ট্রফি, বিজয়
মার্চেন্ট
ট্রফি, ন্যাট-ওয়েস্ট
ট্রফি
মৈনিদৌল্লা
ট্রফি, শারজা
কাপ।
|
গল্ফ
|
কানাডা
ট্রফি, ওয়ার্ল্ড
কাপ,ওয়াল
কার ট্রাফি, প্রিন্স
অব ওয়েলন্স
ট্রফি,
কন্টিনেন্টাল কাপ,
পারালামডি
ট্রাফি, নোমিউরা
ট্রফি , ওয়াটারফোর্ড
ক্রিস্টাল ট্রফি।
|
অ্যাথলেটিক্স
|
চারমিনার
ট্রফি, ফেডারেশন
কাপ, বিশ্বকাপ।
|
তীরন্দাজ
|
ফেডারেশন
কাপ।
|
ব্যাডমিন্টন
|
অগ্রবাল
ট্রফি, অমৃত
দিবান টফি, এশিয়া
কাপ, অস্ট্রেলেশিয়া
কাপ, চাধা
কাপ, উবের
কাপ, ওয়ার্ল্ড
কাপ, ইয়নেক্স
কাপ, হামাস
কাপ, হ্যারিলেলা
কাপ, ইব্রাহিম
রহিমাতুল্লা
কাপ,এস.আর
রুইয়া কাপ ।
|
ইয়াট
রেসিং
|
আমেরিকা
কাপ ।
|
কবাডি
|
ফেডারেশন
কাপ।
|
নেট বল
|
অন্তরাও
পাওয়ার ট্রফি।
|
হর্স
রেসিং
|
বেরেসফোর্ড
কাপ, Blue রিব্যান্ড
গ্র্যান্ড
ন্যাশনাল
কাপ।
|
রোয়িং
|
বিফিয়েটার
স গিন।
|
রাগবি
|
ব্লেডিসলোই
কাপ, ক্যালকাটা
কাপ, ওয়েব
ইলিশ ট্রফি।
|
টেনিস
|
উইম্বলডন
ট্রফি, অস্ট্রেলিয়ান
কাপ, ইউএস
কাপ, ডেভিস
কাপ, ATP প্রেডিনেন্টস
কাপ, এজবাসটন
কাপ, গ্র্যান্ডস্লাম
লিপটন ট্রফি
।
|
ভলিবল
|
সেন্টিনিযাল
কাপ, ফেডারেশন
কাপ, ওয়ার্ল্ড
কাপ, ওয়ার্ল্ড
লিপ কাপ, ইন্দিরা
প্রধান কাপ,
|
টেবিল
টেনিস
|
শিয়া
কাপ, বর্ণা
বেলাক কাপ, জয়ালক্ষী
কাপ(মহিলা
বিভাগ), করবিল্লিযন
কাপ(মহিলা
বিভাগ), ইলেক্ট্রা
গোল্ডকাপ, কমলা
রামানুজাম
কাপ, পিথাপুরম
কাপ, ওয়ার্ল্ড
কাপ।
|
কুস্তি
|
ভারত
কেশরী, ওয়ার্ল্ড
কাপ, বার্ডওয়ান
শিল্ড।
|
ভারত্তোলন
|
ওয়ার্ল্ড
কাপ।
|
খো খো
|
ফেডারেশন
কাপ ।
|
হকি
|
আগাখান
কাপ, আজলান
শাহ কাপ, ওয়ার্ল্ড
কাপ, চ্যাম্পিয়নস
ট্রাফি, গুরু
নানক ট্রফি, ইন্দিরা
গান্ধী কাপ, কুপ্পুস্বামি
নাইডু
কাপ
মোদি
গোল্ডকাপ, মহারাজা
রঞ্জিত সিং
গোল্ডকাপ, ওল্ড
উইন এশিয়া
কাপ, বেটন
কাপ, বোম্বে
গোল্ডকাপ, সিলভিয়া
গোল্ড কাপ।
|
No comments