কলকাতা পুরসভায় ফিল্ড ওয়ার্কার নিয়োগ

কলকাতা  পুরসভায় ফিল্ড ওয়ার্কার নিয়োগ 

West Bengal Municipal Service Commission 


ফিল্ড ওয়ার্কার: মেডিক্যাল  হেলথ  ওয়ার্কার (গ্রেড - থ্রি )পদে 21 জনকে নিয়োগ করবে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন । নিয়োগ হবে কলকাতা পুরসভায়।

বিজ্ঞপ্তি নম্বর: 9of2020

শূন্যপদের  বিন্যাস: তপসিলি জাতি 12, তপসিলি জাতি- প্রাক্তন সহকর্মী 1,  তপসিলি উপজাতি 3,তফসিলি উপজাতি -প্রাক্তন সমরকর্মী  1,ও  বি সি -বি 3, ও বি সি -বি - প্রাক্তন সমরকর্মী 1। 

শিক্ষাগত যোগ্যতা:  ক্লাস এইট পাশ । 

বয়স: 01-01- 2020 তারিখে 18  থেকে 40  বছরের মধ্যে হতে হবে। 
তপসিলিরা 5, ও বি সিরা 3 বছরের বয়সের ছাড় পাবেন। দৈহিক প্রতিবন্ধীরা 45 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। 

বেতন: আর ও পি এ 2019 -এর পে লেভেল -1 অনুসারে। 

আবেদনের পদ্ধতি: অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে : https://www.mscwb.org/ প্রার্থীর  চালু ই-মেল আই ডি থাকতে হবে ।  প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 7 এপ্রিল । 

আবেদনের মূল্য: ফি বাবদ দিতে হবে 220 টাকা ( প্রসেসিং চার্জ ও ব্যাঙ্ক চার্জ -সহ ), তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 70 টাকা (প্রসেসিং ও  ব্যাঙ্ক চার্জ ) । ফি  জমা দেওয়া যাবে অনলাইন-অফলাইন উভয় পদ্ধতিতেই। অফলাইনে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেকোনো শাখায় ফি জমা দেয়া যাবে এই অ্যাকাউন্ট নম্বরে: ০০৮৮০১০৩৬৭৯৩৬ । ব্যাঙ্ক চালান ডাউনলোড করে নেবেন উপরোক্ত ওয়েবসাইট থেকে 7 এপ্রিলের মধ্যে । চালানের মাধ্যমে ফি জমা দেয়ার শেষ তারিখ 8  এপ্রিল। অনলাইনে দরখাস্ত সাবমিট করার শেষ তারিখ 9  এপ্রিল। 
অনলাইনে দরখাস্ত যথাযথভাবে সাবমিট পর পূরণ করা দরখাস্তে র  এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। 
এটি কোথাও পাঠাতে হবে না ।  নিজের কাছে রেখে দেবেন।  পরে কাজে লাগবে। 
প্রার্থী বাছাই পদ্ধতি- সহ অন্যান্য তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট। 

No comments

Powered by Blogger.