লোকসভায় জুনিয়র ক্লার্ক নিয়গ


বিজ্ঞপ্তি নম্বর : ৭/২০১৭  .

মোট শূন্যপদ : ৩১ টি। সাধারণ ১৬ ,তপসিলি জাতি ১ , তপসিলি উপজাতি ৫  ওবিসি ৯ ও দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধী দেড় জন্য ১ টি সংরক্ষিত আছে।

শিক্ষাগত যোগ্যতা :  যেকোনো শাখায় স্নাতক। সঙ্গে ইংরেজি বা হিন্দিতে প্রতি মিনিটে ৪০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স : ০৯/০৮/২০১৭ তে ২৭ বছরের মধ্যে হতে হবে। তপসিলিরা ৫ বছর ,  ওবিসি রা ৩ বছর দহিক প্রতিবন্ধীরা ১০ বছরের ছাড় পাবে।

বেতনক্রম : ৫,২০০ - ২০,২০০ টাকা। গ্রেড পে ২,৪০০ টাকা।

অনলাইন আবেদন করতে হয়ে ww.loksabha.nic.in wএ। অনলাইন দরখাস্তের শেষ তারিখ ০৯/০৮/২০১৭।

আরো বিশদ জানতে ভিজিট করুন  ww.loksabha.nic.in  অথবা যোগাযোগ করতে পারেন  এই হেল্পলাইন নাম্বারে ০১১-২৩০৩৪৫২১


No comments

Powered by Blogger.