জিও তে চাকরী
উচ্চমাধ্যমিক উত্তীৰ্ণ প্রার্থী দের জন্য সুখবর। চাকরী করুন রিলায়েন্স জিও তে। পশিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে প্রচুর লোক নিয়গ করবে। সেল্সমান ও ডিস্ট্রিবিউটর পদের জন্য নিয়গ হবে। উচ্চমাধ্যমিক উত্তীৰ্ণ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। এ ছাড়া টীম লিডার পদে MBA পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করুন অনলাইন https://careers.jio.com/ এই লিংক এ ক্লিক করুন। এরপর একেবারে নিচের দিকে দেওয়া অপসন থেকে Digital Sales Jobs এ নিচে Click here এ ক্লিক করুন।
এরপর দেখবেন Submit Interest নামে একটি ফর্ম থাকবে। সেখানে ফর্ম টা পূরণ করে শুধু Submit এ ক্লিক করুন। খুব সহজ ব্যাপার। নিচে স্ক্রিন শর্ট দেওয়া হলো
এখানে ক্লিক করুন Submit Interest ফর্ম এর জন্য।
No comments