ফোল্ডার আইকন কিভাবে পরিবর্তন করবেন



 ফোল্ডার এর আইকন পরিবর্তন করার জন্য প্রথমে যে ফোল্ডার টার আইকন পরিবর্তন করতে চাই সেটা সিলেক্ট করে রাইট ক্লিক করে একেবারে নিচে Properties এ ক্লিক করতে হবে

 একটি নতুন উইন্ডো ওপেন হবে এখানে customise ট্যাব এ গিয়ে নিচের দিকে ফোল্ডার আইকন বিভাগে Change Icon এ ক্লিক করতে হবে।  



ক্লিক করার পর এখানে আইকন এর একটি উইন্ডো ওপেন হবে



 এখান থেকে আপনার পছন্দের আইকন সিলেক্ট করে নিচে OK বাটন এ ক্লিক করলে আইকন উইন্ডো বন্ধ হয়ে আগের উইন্ডো তে ফিরে আসবে এখানে প্রথমে Apply এবং তারপর OK তে ক্লিক করলে আপনার ফোল্ডার এর আইকন চেঞ্জ হয়ে যাবে
এই টিউটোরিয়াল টির ভিডিও নিচে দেওয়া হলো। ....
    

No comments

Powered by Blogger.