ফোন জলে পরে গেলে কি করা উচিত



নানা সময় আমাদের ফোন টা একটু আধটু ভিজে যায়।  তবে ফোন টা যখন অনেকটা জলে পড়েযায় তখন মাথায় হাত পরে যায়। এখানে কিছু নিয়ম দেওয়া হলো সেগুলো মেনে চললে ভিজে যাওয়া ফোনেও আবার ব্যবহার করতে পারেন।

(১)  যত তারাতারি সম্বব ফোনের ব্যাটারি খুলে ফেলুন।

(২)  সিম কার্ড , যদি মেমোরি কার্ড থাকে সেটাও খুলে ফেলুন।

(৩) ফোন স্ক্রিন গার্ড থাকলে সেটাও খুলে ফেলুন।

(৪) টিসু পেপার দিয়ে ফোন , ব্যাটারি  বাকি সব গুলোর জল  মুছে রোদে রেখেদিন।

** হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।

(৫)  ফোনটিকে চালের বস্তার মধ্যে এক থেকে দুদিন রেখেদিন।

যদি ব্যাটারি খারাপ হয়ে যায় সেটা আর ব্যবহার করবেন না। নতুন ব্যাটারি ব্যবহার করবেন। এতো কিছুতেও ঠিক না হলে অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে যান।

2 comments:

Powered by Blogger.