কিভাবে ডিফল্ট অবস্থান থেকে টাস্কবার সরানো যায়
টাস্কবার হলো স্ক্রিন এর নীচের অংশে অবস্থিত একটি বার। টাস্কবার আপনাকে বিভিন্ন প্রোগ্রামগুলির স্টার্ট বাটনের মাধ্যমে প্রোগ্রামগুলি দ্রুত সনাক্ত এবং চালু করতে দেয় এবং বর্তমানে খোলা কোনও প্রোগ্রাম দেখায় । এখানে তারিখ এবং সময় চেক করতে দেয়। ডেস্কটপ এ টাস্কবার ডিফল্ট ভাবে নিচের দিকে থাকে ।
টাস্কবার এর পজিশন পরিবর্তন করতে হলে প্রথমে টাস্কবার এর কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন।
একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখানে টাস্কবার ট্যাব এ মাঝখানে Taskbar location on screen লেখার ডান পাশে একটি ড্রপ ডাউন মেনু থেকে আপনি টাস্কবার টি যেখানে সেট (Bottom , Left ,Right , Top ) করতে চান সেটা সিলেক্ট করুন।
এরপর নিচে Apply তারপর OK তে ক্লিক করুন। আপনার টাস্কবার এর পজিসন পরিবর্তন হয়ে যাবে।
এই টিউটোরিয়াল টি ভিডিও নিচে দেওয়া হলো। ....
No comments