কিভাবে একটি কম্পিউটারের তারিখ এবং সময় সেট বা পরিবর্তন করবেন



অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে তারিখ ও সময় ভুল দেখাচ্ছে, কোনো কারণে হয়তো ভুল সেট হয়ে গেছে । সময় ও তারিখ ভুল থাকলে তা ঠিক বা সেট করতে গেলে প্রথমে আপনার কম্পিউটারে ডেস্কটপ এ টাস্ক বার এ ডানদিকে যেখানে date এবং time শো করছে বা দেখাচ্ছে তার উপর ক্লিক করলে সময় ও তারিখ একটি উইন্ডো তে বড় আকারে দেখাবে। ওই উইন্ডো এর নিচের দিকে দেখবেন Change date and time setting...লেখা আছে তার  উপর ক্লিক করলে একটি নিউ উইন্ডো ওপেন হবে। এর date and time ট্যাব এ change date and time বাটন এ ক্লিক করলে আবার একটি উইন্ডো ওপেন হবে এখানে আপনি তারিখ ও সময় সেট করে OK তে ক্লিক করলে নিউ উইন্ডো টা বন্ধ হয়ে আগের উইন্ডো তে ফিরে যাবে। এখানে apply এর পর OK  তে ক্লিক করলে আপনার কম্পিউটারের সময় পরিবর্তন হয়ে যাবে।

➦ যদি আপনার কম্পিউটারের তারিখ ও সময় প্রতিবার মেশিন বন্ধ  করে চালু করলে সেট করতে হয় ,তাহলে আপনার কম্পিউটারের  CMOS ব্যাটারি খারাপ এবং সেটা  পরিবর্তন করা প্রয়োজন।   














No comments

Powered by Blogger.