ফোল্ডার এর ডেস্কটপ শর্টকাট কীভাবে করবেন


 একটি ডেস্কটপ শর্টকাট, সাধারণত একটি আইকন দ্বারা প্রতিনিধিত্ব করে, একটি ছোট ফাইল যা প্রোগ্রাম, ফোল্ডার, ডকুমেন্ট এর  অবস্থান পথ  নির্দেশ করে। একটি শর্টকাট আইকনে ক্লিক করলে আপনি সরাসরি নিদিষ্ট  অব্জেক্টিতে পৌঁছে যাবেন।

আমাদের কাজের সময় কোনো একটি ফোল্ডার এর ডেটা বা তথ্য বার বার প্রয়োজন হলে প্রতি বার সেই ফোল্ডার এর যেতে অনেকটা সময় লাগে আবার বিরক্ত হতে হয়।তাই আমরা সেই ফোল্ডারের একটি ডেস্কটপ এ শর্টকাট icons করে রাখি।

কোনো ফোল্ডার এর শর্টকাট তৈরী করার জন্য প্রথমে , আপনি যেই ফোল্ডারটার শর্টকাট ডেস্কটপ এ রাখতে চাইছেন সেটাকে প্রথমে সিলেক্ট করে রাইট ক্লিক করুন।

 তারপর নিচের দিকে send এ গিয়ে Desktop(create shortcut ) এ ক্লিক করলে ওই ফোল্ডার টির একটি শর্টকাট ডেস্কটপ এ তৈরী হয়ে যাবে। 

এর ভিডিও লিংক টা নিচে দেওয়া হলো। ....

No comments

Powered by Blogger.