ল.সা.গু ও গ.সা.গু এর তথ্য ও সূত্র সমূহ
ল.সা.গু. কথার সম্পূর্ণ কথা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গ.সা.গু. কথার সম্পূর্ণ কথা হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাই আমরা প্রথমে গুণনীয়ক ও গুণিতক কি বা কাকে বলে জেনে নেবো।
(1) গুনিতক ও গুণনীয়ক : একটি সংখ্যা কে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে অর্থাৎ যদি সংখাটি সম্পূর্নরূপে বিভাজ্য হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুনণীয়ক বা উৎপাদক বলে (20 ÷ 5 = 4, এখানে ৫ হলো ২০ এর গুণনীয়ক ) এবং প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার গুনিতক বলে। যেমন 5 গুণিতক হল 20 .
(2) গ.সা.গু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) : দুটি সংখ্যার একই গুণনীয়ক থাকলে ওই গুনণীয়কটিকে সংখ্যা দুটির সাধারন গুনণীয়ক বলে। যেমন 18 গুনণীয়ক হল 1, 2, 3, 6, 9, ও 18 এবং 30 এর গুননিয়্ক হলো 1, 2, 3, 5, 6, 10, 15, ও 30 । এই গুনণীয়ক গুলির মধ্যে সাধারণ গুণনীয়ক গুলি হলো 1, 2, 3,ও 6 . আর এই সাধারণ গুণনীয়ক গুলির মধ্য সবচেয়ে বড় সংখ্যাটি হল 6. সুতরাং 18 ও 30 এর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ সাধারন গুনণীয়ক হল 6.
গ.সা.গু. নির্ণয় এর দুটি পদ্ধতি আছে. 1) যৌগিক উৎপাদক বিশ্লেষণ এর দ্বারা এবং 2) ভাগ পদ্ধতির সাহায্যে।
(3) ল.সা.গু. ( লঘিষ্ঠ সাধারণ গুণিতক) : সংখ্যার অসংখ্য গুণিতক থাকে । এর মধ্যে আবার কিছু সাধারণ গুণিতক থাকে। যেমন - 4 ও 6 এর গুণিতক গুলো ভালো করে দেখলে দেখা যায় যে, উভয় সংখ্যার গুণিতক গুলির মধ্যে কতগুলি সাধারণ সংখ্যা আছে। যেমন 12, 24,36 ইত্যাদি।এইসব সংখ্যা গুলিকে 4 ও 6 এর সাধারন গুনিতক বলা হয় ( 4X3 = 12, 4X6 = 24, 4X9 = 36,এবং 6X2 = 12, 6X4 = 24, 6X6 = 36) । এরকম সাধারন গুণিতক এর সংখ্যা অসংখ্য। এই সাধারন গুণিতক গুলির মধ্যে 12 হল সবচেয়ে ছোট, তাই 12 কে বলা হয় 4 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুনিতক বা ল.সা.গু।
লসাগু নির্ণয়ের দুটি পদ্ধতি আছে 1) প্রত্যেক রাশি যৌগিক উৎপাদক বিশ্লেষণ এর দ্বারা । 2) সাধারণ উৎপাদক বিশ্লেষণ এর দ্বারা ।
👉 গ.সা.গু. ও ল.সা.গু. এর মধ্যে সম্পর্ক - গ.সা.গু. X ল.সা.গু. = সংখ্যা দুটির গুণফল ।
(1) গুনিতক ও গুণনীয়ক : একটি সংখ্যা কে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে অর্থাৎ যদি সংখাটি সম্পূর্নরূপে বিভাজ্য হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুনণীয়ক বা উৎপাদক বলে (20 ÷ 5 = 4, এখানে ৫ হলো ২০ এর গুণনীয়ক ) এবং প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যার গুনিতক বলে। যেমন 5 গুণিতক হল 20 .
(2) গ.সা.গু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) : দুটি সংখ্যার একই গুণনীয়ক থাকলে ওই গুনণীয়কটিকে সংখ্যা দুটির সাধারন গুনণীয়ক বলে। যেমন 18 গুনণীয়ক হল 1, 2, 3, 6, 9, ও 18 এবং 30 এর গুননিয়্ক হলো 1, 2, 3, 5, 6, 10, 15, ও 30 । এই গুনণীয়ক গুলির মধ্যে সাধারণ গুণনীয়ক গুলি হলো 1, 2, 3,ও 6 . আর এই সাধারণ গুণনীয়ক গুলির মধ্য সবচেয়ে বড় সংখ্যাটি হল 6. সুতরাং 18 ও 30 এর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ সাধারন গুনণীয়ক হল 6.
গ.সা.গু. নির্ণয় এর দুটি পদ্ধতি আছে. 1) যৌগিক উৎপাদক বিশ্লেষণ এর দ্বারা এবং 2) ভাগ পদ্ধতির সাহায্যে।
(3) ল.সা.গু. ( লঘিষ্ঠ সাধারণ গুণিতক) : সংখ্যার অসংখ্য গুণিতক থাকে । এর মধ্যে আবার কিছু সাধারণ গুণিতক থাকে। যেমন - 4 ও 6 এর গুণিতক গুলো ভালো করে দেখলে দেখা যায় যে, উভয় সংখ্যার গুণিতক গুলির মধ্যে কতগুলি সাধারণ সংখ্যা আছে। যেমন 12, 24,36 ইত্যাদি।এইসব সংখ্যা গুলিকে 4 ও 6 এর সাধারন গুনিতক বলা হয় ( 4X3 = 12, 4X6 = 24, 4X9 = 36,এবং 6X2 = 12, 6X4 = 24, 6X6 = 36) । এরকম সাধারন গুণিতক এর সংখ্যা অসংখ্য। এই সাধারন গুণিতক গুলির মধ্যে 12 হল সবচেয়ে ছোট, তাই 12 কে বলা হয় 4 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুনিতক বা ল.সা.গু।
লসাগু নির্ণয়ের দুটি পদ্ধতি আছে 1) প্রত্যেক রাশি যৌগিক উৎপাদক বিশ্লেষণ এর দ্বারা । 2) সাধারণ উৎপাদক বিশ্লেষণ এর দ্বারা ।
👉 গ.সা.গু. ও ল.সা.গু. এর মধ্যে সম্পর্ক - গ.সা.গু. X ল.সা.গু. = সংখ্যা দুটির গুণফল ।
0,2,4 এর ল সা গু ক?
ReplyDelete4
DeleteHmm
Delete4 হবে
Deleteল.সা.গু করার নিয়ম
ReplyDeleteধন্যবাদ।
Deleteআমার পরবর্তী সময়ে ভিডিও আকারে এই টিউটেরিয়াল টা নিয়ে আসব।
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteএকটি গ সা গু বলে দিলে, গুনফল বলে দিলে , ল সা গু কি হবে আমাকে একটু নিয়মটা বলে দিন
ReplyDeleteযেহেতু, গ.সা.গু. X ল.সা.গু. = সংখ্যা দুটির গুণফল ।
ReplyDeleteঅতএব, ল.সা.গু. = সংখ্যা দুটির গুণফল/গ.সা.গু.
গসাগু আর লসাগু মধ্যে পার্থক্য
ReplyDeleteOne is latest common multiple and the other one is greatest common divisor .
Delete16,24,36 এর লসাগু কত
ReplyDeleteকোন সংখ্যাগুলির লসাগু এদের গুণফল?
ReplyDelete10,3,2 এর ল.সা.গু কত? এবং কিভাবে হয়েছে একটু বলে দিবেন🥺
ReplyDelete30
Delete