রোমান সংখ্যা
আমরা রোমান সংখ্যা সবাই কম-বেশি ব্যবহার করি। I = ১ , V = ৫ অথবা X = ১০ জানি। কিন্তু বাকি সংখ্যা গুলি রোমান সংখ্যায় কিভাবে লিখবো?
রোমান পদ্ধতিতে সংখ্যা লেখার ক্ষেত্রে ৭ টি মূল চিহ্ন ব্যবহার হয়।
I = ১
V = ৫
X = ১০
L =৫০
C =১০০
D =৫০০
M = ১০০০
লেখার কিছু নিয়ম
➤ রোমান সংখ্যা লেখার সময় একই চিহ্নর পর পর ব্যবহার মানে যোগ হয়।
যেমন - I I I = ১+১+১=৩
➤ রোমান সংখ্যায় কেবলমাত্র I , X , C, M পরপর ব্যবহার হয়।
যেমন - X X = ১০+১০ = ২০
➤ রোমান সংখ্যায় V, L, D কখন পরপর ব্যবহার হয়না।
➤ রোমান সংখ্যা লেখার সময় কোনো চিহ্ন তিন বারের বেশি ব্যবহার করা যায় না।
যেমন - রোমান পদ্ধতিতে ৪ লেখার সময় I I I I ব্যবহার করি না।
No comments