সংখ্যা তত্ত্ব

সংখ্যা তত্ত্ব


সংখ্যা তত্ত্ব


কিছু প্রয়োজনীয় প্রশ্ন ও তার উত্তর  : 

🙋  স্বাভাবিক সংখ্যা কাকে বলে ?
👉 গণনা করা থেকেই   সংখ্যার সৃষ্টি হয়েছে। তাই ১,২,৩..... ৫০,৬০...... এগুলোকে আমরা গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা  বলি। 

  অথাৎ ০ ছাড়া ১, ২, ৩, .... ইত্যাদি সংখ্যা গুলি হলো স্বাভাবিক সংখ্যা।


☆  স্বাভাবিক সংখ্যার মধ্যে সব চেয়ে ছোট সংখ্যা হল 1
☆  '০' একটি স্বাভাবিক সংখ্যা না। 
☆  দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল ও গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়। 
☆  দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ ফল ও ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় না। 


🙋  অখণ্ড সংখ্যা কাকে বলে ?
👉  শূন্য এবং  স্বাভাবিক সংখ্যাগুলিকে  একত্রে অখণ্ড সংখ্যা বলা  হয়। অথাৎ ০, ১, ২, ৩, .... ইত্যাদি সংখ্যা গুলি হলো অখণ্ড সংখ্যা। 


🙋 পূর্ণ সংখ্যা কাকে বলে?
👉  অখণ্ড সংখ্যা ও -1 -2 এই সংখ্যাগুলিকে  একত্রে পূর্ণ সংখ্যা বলা হয়। অথাৎ ০, ১, ২, ৩, ....  ও  -১,-২,-৩.........ইত্যাদি সংখ্যা গুলি হলো পূর্ণ সংখ্যা। 

☆  সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা ও সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা বলে কোনো সংখ্যা হয় না।



🙋 ধনাত্মক পূর্ণ সংখ্যা  বা ধনাত্মক সংখ্যা কাকে বলে ?  
👉  শূন্য অপেক্ষা বড়ো সংখ্যা গুলিকে  ধনাত্মক সংখ্যা বলে।  যেমন ১, ২, ১০০ ইত্যাদি।


🙋   ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা কাকে বলে?
👉  শূন্য অপেক্ষা ছোটো সংখ্যা গুলিকে  ঋণাত্মক সংখ্যা বলে। যেমন -১, -২, -৩ ইত্যাদি।


☆  শূন্য একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা না।
☆ যেকোনো দুটি পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল ও গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হয়। 
☆  দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা হয় না।



🙋   মূলদ সংখ্যা কাকে বলে ?
👉   ভগ্নাংশ গুলোকে মূলদ সংখ্যা বলা হয়।  যেমন  ১/২, ৫/৮

☆ সকল পূর্ণ সংখ্যাই  মূলদ সংখ্যা। 



🙋  জোড় সংখ্যা কাকে বলে ?
👉  যে সব স্বাভাবিক সংখ্যা কে ২ দিয়ে ভাগ করা যায় তাকে জোড় সংখ্যা বলে।  যেমন ২, ৪, ৬ ইত্যাদি।


🙋  বিজোড় সংখ্যা কাকে বলে ?
👉  যে সব স্বাভাবিক সংখ্যা কে ২ দ্বারা ভাগ করা যায় না তাকে বিজোড় সংখ্যা বলে। যেমন ১, ৩, ৫ ইত্যাদি।


এখানে কতগুলি নিয়ম জেনে রাখা ভালো। ..

জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড় সংখ্যা
জোড় সংখ্যা ⁻ জোড়সংখ্যা = জোড় সংখ্যা
বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা = জোড় সংখ্যা
বিজোড় সংখ্যা ⁻ বিজোড় সংখ্যা = জোড় সংখ্যা
জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড় সংখ্যা
জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড় সংখ্যা
বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = বিজোড় সংখ্যা


🙋  মৌলিক সংখ্যা কাকে বলে ?
👉  যেসব স্বাভাবিক সংখ্যার সেই সংখ্যা ও ১ ছাড়া আর অন্য কোনো উৎপাদক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন ২, ৩, ৫, ৭ ইত্যাদি।


🙋  যৌগিক সংখ্যা কাকে বলে ?
👉  যেসব স্বাভাবিক সংখ্যার সেই সংখ্যা ও ১ ছাড়া ও আরো অন্য উৎপাদক আছে সেই সব সংখ্যা কে যৌগিক সংখ্যা বলে। ৪, ৬ , ৮ ইত্যাদি।



☆ ২ হলো একমাত্র মৌলিক জোড় সংখ্যা। 

☆ ১ কে যৌগিক বা মৌলিক কোনো সংখ্যা বলা হয় না।



No comments

Powered by Blogger.