রাজ্যের এগ্রিকালচার সার্ভিসে অফিসার
রাজ্যের এগ্রিকালচার সার্ভিসে অফিসার পদে এ নিয়োগ
এগ্রিকালচার মার্কেটিং অফিসার পদে 9 জনকে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। প্রার্থী বাছাই করবে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। তাই রাজ্য পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে আপনি আবেদন করতে পারেন।
🔵 নিয়োগকারী সংস্থা : Public Service Commission, West Bengal
🔵 বিজ্ঞপ্তি নাম্বার : 14/2019
এগ্রিকালচার মার্কেটিং অফিসার পদে 9 জনকে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার। প্রার্থী বাছাই করবে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। তাই রাজ্য পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে আপনি আবেদন করতে পারেন।
🔵 নিয়োগকারী সংস্থা : Public Service Commission, West Bengal
🔵 বিজ্ঞপ্তি নাম্বার : 14/2019
🔵 পদের নাম : গ্রিকালচার সার্ভিসে অফিসার।
🔵 শূন্য পদ সংখ্যা : 09
🔵 কর্মস্থল : পশ্চিমবঙ্গ
🔵 আবেদন শুরু : 09/07/12019
🔵 আবেদনের শেষ তারিখ : 30/07/2019
🔵 আবেদনের পদ্ধতি : Online ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline
🔵 শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
QUALIFICATIONS : (i) Essential:
(A) A degree in Food Technology/Food Technology and Biochemical engineering or equivalent
qualifications from a recognised University/Institute,
or
(B) B.Sc. degree from a recognised University/Institute,
and
(C) Training in Fruit Preservation/Fruit Processing at Central Food Technological
Research Institute, Mysore/Bangalore or any other Government or Government Organised
Institution or five years’ experience in a Fruit Preservation or Processing Factory of repute
or Training Centre under Government, and
(D) Knowledge of Bengali/Nepali – spoken and written.
(ii) Desirable: Teaching experience in a food Processing Institution.
QUALIFICATIONS : (i) Essential:
(A) A degree in Food Technology/Food Technology and Biochemical engineering or equivalent
qualifications from a recognised University/Institute,
or
(B) B.Sc. degree from a recognised University/Institute,
and
(C) Training in Fruit Preservation/Fruit Processing at Central Food Technological
Research Institute, Mysore/Bangalore or any other Government or Government Organised
Institution or five years’ experience in a Fruit Preservation or Processing Factory of repute
or Training Centre under Government, and
(D) Knowledge of Bengali/Nepali – spoken and written.
(ii) Desirable: Teaching experience in a food Processing Institution.
🔵 বয়স সীমা : 01.012019 এ ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।
🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে
🔵 আবেদন মূল্য : Rs. 160/-
আবেদন ফী 160/- টাকা, ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেয়া যাবে।
🔵 কিভাবে আবেদন করবেন : উপযুক্ত প্রার্থীগণ Public Service Commission,West Bengal এর অফিসিয়াল ওয়েবসাইট http://pscwbapplication.in/ গিয়ে আবেদন করতে পারেন।
🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...
No comments