রেলে বিভিন্ন ডিভিশনে ৩১৩ Apprentice হিসাবে নিয়োগ
রেলে বিভিন্ন ডিভিশনে ৩১৩ 'APPRENTICE' হিসাবে নিয়োগ।
SOUTH EAST CENTRAL RAILWAY তে বিভিন্ন ডিভিশনে শূন্য পদ রয়েছে। তাই SOUTH EAST CENTRAL RAILWAY, 'APPRENTICE' হিসাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে আপনি আবেদন করতে পারেন।
🔵 নিয়োগকারী সংস্থা : SOUTH EAST CENTRAL RAILWAY
🔵 বিজ্ঞপ্তি নাম্বার : No.P/NGP/RCT/2019/18
SOUTH EAST CENTRAL RAILWAY তে বিভিন্ন ডিভিশনে শূন্য পদ রয়েছে। তাই SOUTH EAST CENTRAL RAILWAY, 'APPRENTICE' হিসাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে আপনি আবেদন করতে পারেন।
🔵 নিয়োগকারী সংস্থা : SOUTH EAST CENTRAL RAILWAY
🔵 বিজ্ঞপ্তি নাম্বার : No.P/NGP/RCT/2019/18
🔵 পদের নাম : Apprentice হিসাবে নিয়োগ।
🔵 শূন্য পদ সংখ্যা : 313
🔵 কর্মস্থল : নাগপুর (মহারাষ্ট্র )
🔵 আবেদন শুরু : 30/07/20109
🔵 আবেদনের শেষ তারিখ : 29/08/2019
🔵 আবেদনের পদ্ধতি : Online ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline
🔵 শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে। সঙ্গে N.C.V.T. অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ থাকলে ওই আবেদন করতে পারবেন।
🔵 বয়স সীমা : 30/07/2019 এ 15থেকে 24 বছরের মধ্যে হতে হবে।
🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।
🔵 আবেদন মূল্য : Rs. 100/-
আবেদন ফী 160/- টাকা, ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেয়া যাবে।
🔵নির্বাচন পদ্ধতি : মাধ্যমিক এ পাওয়া নম্বরের এবং ITI কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রার্থী বাছাই করে মেধা তালিকা তৈরী হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষিত যোগ্যতা থাকলে কোনো বাড়তি সুযোগ পাবে না।
🔵 কিভাবে আবেদন করবেন : উপযুক্ত প্রার্থীগণ SOUTH EAST CENTRAL RAILWAY এর অফিসিয়াল ওয়েবসাইট https://secr.indianrailways.gov.in/ গিয়ে আবেদন করতে পারেন। বিশদ জানতে এই লিংক এ ক্লিক করুন।
🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...
No comments