পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরে 140 ক্লার্ক নিয়োগ।
পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরে 140 ক্লার্ক নিয়োগ।
পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরে রাজ্যের 140 টি লেবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেন্টারে কাজের জন্য 'ক্লার্ক' পদে 140 জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার, স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন কিংবা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে কম্পিউটার এর 6 মাসের কোর্স পাস হতে হবে।কম্পিউটারের ডাটা এন্টির কাজে, ঘন্টায় অন্তত 6000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। পশ্চিমবঙ্গে শ্রম দফতরে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে জব সিকার (Job Seeker) হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। যাদের নাম নথিভুক্ত নেই তারা এই https://employmentbankwb.gov.in/ ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে তবেই দরখাস্ত করবেন। যে জেলায় শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই জেলার বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1-1-2019 হিসাবে 40 বছরের মধ্যে। তপশিলি রা পাঁচ বছর ও ও.বি.সি রা তিন বছর বয়সে ছাড় পাবেন। পারিশ্রমিক মাসে 12000/- টাকা। চাকরি হবে চুক্তিতে ভিক্তিতে। মোট শূন্য পদ 140 টি। দরখাস্ত দেখে প্রার্থী প্রার্থীদের কবে কোথায় পরীক্ষা হবে তাই ইমেইল বা এসএমএস করে জানানো হবে। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে প্রাথমিক ভাবে বাছাই প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্টে টাইপিং স্পিড এমএস ওয়ার্ড(MS Word), এক্সেল(Excel), পাওয়ার পয়েন্ট( Power Point)ও ডাটা এন্ট্রি টেস্ট হবে। কম্পিউটার টেস্টে থাকবে 40 নম্বর আর ইন্টারভিউতে থাকবে 10 নম্বর। চূড়ান্ত তালিকা তৈরি করার সময় কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউতে পাওয়া নম্বর দেখা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 14 ই সেপ্টেম্বর এর মধ্যে এই https://wblc.gov.in/engagement_ckco ওয়েবসাইটে। আবেদন করার জন্য বৈধ একটি মোবাইল নাম্বার, বৈধ ইমেইল আইডি , বৈধ আধার/ভোটার আইডি বা পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার আর কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে নেবেন। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন। তারপর সিস্টেম জেনারেটর অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...
অফিসিয়ালি বিজ্ঞপ্তি
অফিসিয়ালি ওয়েবসাইট
আবেদন করুন
পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরে রাজ্যের 140 টি লেবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেন্টারে কাজের জন্য 'ক্লার্ক' পদে 140 জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার, স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন কিংবা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে কম্পিউটার এর 6 মাসের কোর্স পাস হতে হবে।কম্পিউটারের ডাটা এন্টির কাজে, ঘন্টায় অন্তত 6000 কি ডিপ্রেশন গতি থাকতে হবে। পশ্চিমবঙ্গে শ্রম দফতরে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে জব সিকার (Job Seeker) হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। যাদের নাম নথিভুক্ত নেই তারা এই https://employmentbankwb.gov.in/ ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে তবেই দরখাস্ত করবেন। যে জেলায় শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই জেলার বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1-1-2019 হিসাবে 40 বছরের মধ্যে। তপশিলি রা পাঁচ বছর ও ও.বি.সি রা তিন বছর বয়সে ছাড় পাবেন। পারিশ্রমিক মাসে 12000/- টাকা। চাকরি হবে চুক্তিতে ভিক্তিতে। মোট শূন্য পদ 140 টি। দরখাস্ত দেখে প্রার্থী প্রার্থীদের কবে কোথায় পরীক্ষা হবে তাই ইমেইল বা এসএমএস করে জানানো হবে। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে প্রাথমিক ভাবে বাছাই প্রার্থীদের কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্টে টাইপিং স্পিড এমএস ওয়ার্ড(MS Word), এক্সেল(Excel), পাওয়ার পয়েন্ট( Power Point)ও ডাটা এন্ট্রি টেস্ট হবে। কম্পিউটার টেস্টে থাকবে 40 নম্বর আর ইন্টারভিউতে থাকবে 10 নম্বর। চূড়ান্ত তালিকা তৈরি করার সময় কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউতে পাওয়া নম্বর দেখা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 14 ই সেপ্টেম্বর এর মধ্যে এই https://wblc.gov.in/engagement_ckco ওয়েবসাইটে। আবেদন করার জন্য বৈধ একটি মোবাইল নাম্বার, বৈধ ইমেইল আইডি , বৈধ আধার/ভোটার আইডি বা পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার আর কাস্ট সার্টিফিকেট স্ক্যান করে নেবেন। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন। তারপর সিস্টেম জেনারেটর অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...
অফিসিয়ালি বিজ্ঞপ্তি
অফিসিয়ালি ওয়েবসাইট
আবেদন করুন
No comments