Staff Selection Commission (SSC) তে বিভিন্ন পদে নিয়োগ

Staff Selection Commission (SSC) তে বিভিন্ন পদে  নিয়োগ

Staff Selection Commission (SSC)তে  বিভিন্ন  শূন্য পদ রয়েছে। তাই Staff Selection Commission (SSC)  নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনি আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা :  Staff Selection Commission (SSC)

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : Not Specified

🔵 পদের নাম :  SSC Selection Posts (Phase-VI) 2018 Final Key Released

🔵 শূন্য পদ সংখ্যা :  1136

🔵 কর্মস্থল : সমগ্র ভারত 

🔵 আবেদন শুরু :  06-08-2019

🔵 আবেদনের শেষ তারিখ : 31-08-2019

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা, বয়স সীমা : স্নাতক (Graduate) পাশ যোগ্যতা লাগবে।  



🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে। 

🔵 আবেদন মূল্য : General OBC Rs. 100/- ,
Women/ SC/ ST/ PWD/ Ex Serviceman Candidates: Nill

আবেদন ফী , ক্রেডিট  ও ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেয়া যাবে। এছাড়া SBI Challan এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত প্রার্থীগণ  Staff Selection Commission (SSC) এর অফিসিয়াল  ওয়েবসাইট  https://ssc.nic.in/  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...





No comments

Powered by Blogger.