Life Insurance Corporation of India (LIC)তে নিয়োগ - 7871 Assistant

 Life Insurance Corporation of India (LIC)তে নিয়োগ - 7871 Assistant 
Recruitment-of-Assistants-2019
LIC Assistant

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? আপনার জন্য সুবর্ণ সুযোগ।Life Insurance Corporation of India (LIC), Assistant পদে নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনিও আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা : Life Insurance Corporation of India (LIC)

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : Not Specified.

🔵 পদের নাম : Assistant পদ।

🔵 শূন্য পদ সংখ্যা :7871

🔵 কর্মস্থল : সমগ্র ভারত।

🔵 আবেদন শুরু : 17-09-2019

🔵 আবেদনের শেষ তারিখ : 01-10-2019

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা :
প্রার্থীদের, স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

🔵 বয়স সীমা : 01/09/2019 এ 18 থেকে 30  বছরের মধ্যে হতে হবে।

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।

🔵 আবেদন মূল্য : General,OBC Rs. 510/- Intimation Charges + GST + Transaction Charges ,

SC/ ST/ PWDB Candidates: Rs. 85/- Intimation Charges + GST + Transaction Charges.
আবেদন ফী, ক্রেডিট  ও ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেয়া যাবে।

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত অব ও যোগ্য প্রার্থীগণLife Insurance Corporation of India (LIC) এর অফিসিয়াল  ওয়েবসাইট  https://www.licindia.in/  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...




No comments

Powered by Blogger.