West Bengal Health Recruitment Board তে নিয়োগ - 20 Librarian

West Bengal Health Recruitment Board তে  নিয়োগ - Librarian – 20 Posts



আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? আপনার জন্য সুবর্ণ সুযোগ। West Bengal Health Recruitment Board বিভিন্ন  পদে ( Librarian) নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনিও আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা : West Bengal Health Recruitment Board

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : R/Lib.-20/72(1)/2019

🔵 পদের নাম :  Librarian পদ।

🔵 শূন্য পদ সংখ্যা : 20

🔵 বেতন : Pay Band Scale Rs. 7100/‐ ‐ 37600/‐

🔵 কর্মস্থল : West Bengal.

🔵 আবেদন শুরু : 14.09.2019

🔵 আবেদনের শেষ তারিখ : 21.09.2019

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা :
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা সহ যে কোনও ডিসিপ্লিনে স্নাতক ডিগ্রি, বা যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা সহ কোনও ডিসিপ্লাইনে বি.এই মাস্টার্স ডিগ্রি।
🔵 বয়স সীমা : 01/01/2019 এ  18থেকে 39 বছরের মধ্যে হতে হবে। 

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।

🔵 আবেদন মূল্য :  Rs. 160/‐ (Rupees one hundred &
sixty) only through Banks participating in the GRPS ( Govt. Receipt Portal System ), Govt. of West
Bengal under the Head of Account ‘0051‐00‐104‐002‐16’. 

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত অব ও যোগ্য প্রার্থীগণ West Bengal Health Recruitment Board এর অফিসিয়াল  ওয়েবসাইট  https://www.wbhrb.in/  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...




No comments

Powered by Blogger.