Air India Limited এ নিয়োগ

Air India Limited এ নিয়োগ



Air India Limitedতে  Trainee Flight Simulator Maintenance Engineer. এ শূন্য পদ রয়েছে। তাই Air India Limited  নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনি আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা :  Air India Limited

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : Not Specified.

🔵 পদের নাম : Trainee Flight Simulator Maintenance Engineer.

🔵 শূন্য পদ সংখ্যা : 26

🔵 কর্মস্থল :  Mumbai, Hyderabad.

🔵 আবেদন শুরু : 1st August 2019

🔵 আবেদনের শেষ তারিখ : 20 August 2019

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা : B.E / B. Tech in Electronics/ Electrical/ Instrumentation/ Telecommunications/ Computer Science from a recognized University / Institution with minimum 60% marks for General Candidates and 55% marks for SC / ST / OBC candidates. In case of Ex-Servicemen, Army Degree submitted by them will be considered only if it is certified to be equivalent to B.E / B. Tech in Electronics/ Electrical/ Instrumentation/Telecommunications/ Computer Science.  

🔵 বয়স সীমা :  01/08/2019  এ  30 বছরের মধ্যে হতে হবে। 

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে। 

🔵 আবেদন মূল্য : Details of Demand Draft for Rs.1000/- (Rupees One Thousand only) issued
in favour of AIR INDIA LIMITED payable at Hyderabad (Not applicable for
SC/ST/Ex-Servicemen candidates). 

🔵নির্বাচন পদ্ধতি :  Written Test এবং Interview এর মাধ্যমে প্রার্থী নির্বাচ হবে। 

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত প্রার্থীগণ  Air India Limited এর অফিসিয়াল  ওয়েবসাইট  http://www.airindia.in/  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...





No comments

Powered by Blogger.