West Bengal SET Exam 2019

West Bengal SET Exam 2019



West Bengal College Service Commission (WBCSC)তে  সহকারী অধ্যাপক(Assistant Professor)এ শূন্য পদ রয়েছে। তাই West Bengal SET Exam 2019 নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনি আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা :  West Bengal College Service Commission (WBCSC)

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : 22/SET

🔵 পদের নাম :  সহকারী অধ্যাপক(Assistant Professor)

🔵 শূন্য পদ সংখ্যা : Not Specified.

🔵 কর্মস্থল : পশ্চিমবঙ্গ 

🔵 আবেদন শুরু : 03-09-2019

🔵 আবেদনের শেষ তারিখ : 30-09-2019

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা : প্রার্থীদের মাস্টার্স ডিগ্রি বা সমমানের কোর্স  পাশ থাকতে হবে।
🔵 বয়স সীমা : SET -র জন্য আবেদনের কোনও বয়সের সীমা নেই। 

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে 

🔵 আবেদন মূল্য : General: Rs. 1000/-,

OBC (Non creamy layer)/ EWS: Rs. 500/-

SC/ST/PwD/ Transgender: Rs. 250/-

আবেদন ফী, ক্রেডিট  ও ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেয়া যাবে। অথবা অনলাইন উত্পন্ন ব্যাঙ্ক চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার যাবে। ব্যাঙ্ক চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: 15-10-2019.

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত প্রার্থীগণ West Bengal College Service Commission (WBCSC)এর অফিসিয়াল  ওয়েবসাইট  https://wbcsc.org.in/wbcsc/  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...





No comments

Powered by Blogger.