NICED Placement 2019

NICED তে  নিয়োগ - 09 Assistant, PA, LDC, UDC


ICMR NICED


আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? আপনার জন্য সুবর্ণ সুযোগ। NATIONAL INSTITUTE OF CHOLERA & ENTERIC DISEASES  বিভিন্ন  পদে (Assistant, Personal Assistant, Upper Division Clerk, Lower Division Clerk ) নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনিও আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা :  ICMR- NATIONAL INSTITUTE OF CHOLERA & ENTERIC DISEASES

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : .01/DR/B&C/2018-19

🔵 পদের নাম : Assistant, Personal Assistant, Upper Division Clerk, Lower Division Clerk পদ।

🔵 শূন্য পদ সংখ্যা : 09

🔵 বেতন :

Assistant :  Level - 6 (₹35,400 - ₹1,12,400/-)

Personal Assistant : Level-6 (₹35,400 - ₹1,12,400/-)

Upper Division Clerk : Level - 4 (₹25,500 - ₹81,100/-)

Lower Division Clerk : Level-2 (₹19,900 - ₹63,200/-)

🔵 কর্মস্থল : পশ্চিমবঙ্গ

🔵 আবেদন শুরু : 19/10/2019 00:01 hrs

🔵 আবেদনের শেষ তারিখ : 18/11/2019 11:59 hrs

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা :

Assistant : 1. Minimum three years Bachelor’s degree in any discipline from a recognized University/Institute with computer literacy. 2. 120 w.p.m. speed in short hand (English or Hindi)

Personal Assistant : 1. Minimum three years Bachelor’s degree in any discipline from a recognized University/ Institution. 2. Working knowledge of Computer (MS Office / Power Point.

Upper Division Clerk : 1. Degree of a recognized University or equivalent. 2. Typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on Computer (35 w.p.m. and 30 w.p.m. correspond to 10500 KDPH/9000 KDPH on an average of 5 key depressions for each word.)

Lower Division Clerk : (1)12th Class pass or equivalent qualification from a recognized Board or University (2)Typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on Computer (35 w.p.m. and 30 w.p.m. correspond to 10500 KDPH/9000 KDPH on an average of 5 key depressions for each word).


🔵 বয়স সীমা : 18/11/2019 এ 

Assistant ও Personal Assistant এর  ক্ষেত্রে 18 থেকে  27 বছরের মধ্যে হতে হবে।

Upper Division Clerk ও Lower Division Clerk এর ক্ষেত্রে 18 থেকে  30 বছরের মধ্যে হতে হবে।


🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।

🔵 আবেদন মূল্য : General/OBC Rs. 300/- ,টাকা এবং  SC/ST/PWD - কোনো আবেদনমূল্য লাগবে না। আবেদন ফী  ক্রেডিট  ও ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে বা নেট ব্যাংকিং  এর মাধ্যমে জমা দেয়া যাবে।

🔵নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা ও টাইপিং পরীক্ষার  মাধ্যমে প্রার্থী নির্বাচ হবে। 

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত অব ও যোগ্য প্রার্থীগণ ICMR- NATIONAL INSTITUTE OF CHOLERA & ENTERIC DISEASES এর অফিসিয়াল ওয়েবসাইট  http://www.niced.org.in  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...


No comments

Powered by Blogger.