Northeast Frontier Railway (NFR) Apprentice Recruitment

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) এ নিয়োগ - 2590 Apprentice

Northeast Frontier Railway (NFR) Recruitment
Northeast Frontier Railway (NFR)


আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? আপনার জন্য সুবর্ণ সুযোগ। Northeast Frontier Railway (NFR)  বিভিন্ন  পদে (Apprentice হিসাবে ) নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনিও আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা : Northeast Frontier Railway (NFR)

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : Not Specified

🔵 পদের নাম :  Apprentice পদ।

🔵 শূন্য পদ সংখ্যা : 2590

🔵 বেতন : Rs. 6960/- (Per Month)

🔵 কর্মস্থল : আসাম ও পশ্চিমবঙ্গ

🔵 আবেদন শুরু : শুরু হয়েগেছে। 

🔵 আবেদনের শেষ তারিখ : 31 October 2019

🔵 আবেদনের পদ্ধতি : Offline,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা :
প্রাসঙ্গিক ট্রেডে স্বীকৃত বোর্ড ও আইটিআই থেকে ন্যূনতম ৫০% নম্বর সহ ১০ ম শ্রেণি বা এর সমমানের (১০ + ২ পরীক্ষা পদ্ধতির অধীনে) পরীক্ষা পাশ হতে হবে।

🔵 বয়স সীমা : 18/09/2019 এ 15থেকে 24 বছরের মধ্যে হতে হবে। 

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।

🔵 আবেদন মূল্য : General/OBC Rs. 100/- , SC/ST/EWS - No Fee
Pay Application fee through IPO in favour of Principle Financial Adviser, N.F Railway, Maligaon. এর মাধ্যমে জমা দেয়া যাবে।

🔵নির্বাচন পদ্ধতি : নির্বাচন মেধার ভিত্তিতে করা হবে।

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত অব ও যোগ্য প্রার্থীগণ Northeast Frontier Railway (NFR) এর অফিসিয়াল  ওয়েবসাইট  https://nfr.indianrailways.gov.in/  গিয়ে ভালো করে সবকিছু দেখে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরমের সাথে স্ব স্বাক্ষরিত সকল প্রাসঙ্গিক কাগজপত্র সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের (কর্মী) অফিসে বা সহায়ক ওয়ার্কশপের সিনিয়র কর্মচারী কর্মকর্তাকে 31.10.2019 বা তার আগে প্রেরণ করতে পারেন।

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...



No comments

Powered by Blogger.