Indian Coast Guardতে নিয়োগ - Navik (Domestic Branch)

ইন্ডিয়ান কোস্ট গার্ড নাভিক (ডিবি) 10 ম এন্ট্রি - 01/2020 ব্যাচের অনলাইন ফর্ম




আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? আপনার জন্য সুবর্ণ সুযোগ। Indian Coast Guard বিভিন্ন  পদে (Navik (Domestic Branch)) নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনিও আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা : Indian Coast Guard (ICG)

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : Not Specified

🔵 পদের নাম : Navik (Domestic Branch) 10th Entry – 01/2020 Batchপদ।

🔵 বেতন :নাভিক (ডিবি) এর জন্য বেসিক বেতন স্কেল শুরু করার পরিমাণ Rs.21700 / - (পে লেভেল -3) 

🔵 কর্মস্থল : All Over India 

🔵 আবেদন শুরু :  30-10-2019

🔵 আবেদনের শেষ তারিখ : 08-11-2019 till 17:00 hrs

🔵 পরীক্ষার তারিখ: নভেম্বর 2019 এর  শেষ

🔵 Zone অনুযায়ী নির্বাচনের তালিকা প্রদর্শন করার তারিখ: মার্চ 2020

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা :
কেন্দ্র / রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে প্রার্থীদের মোট ৫০% নম্বর সহ দশম শ্রেণি থাকতে হবে।

🔵 বয়স সীমা : 01-04-2020 এ 18 থেকে 22  বছরের মধ্যে হতে হবে। নিয়ম অনুসারে বয়স শিথিলযোগ্যতা প্রযোজ্য।

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।

🔵 আবেদন মূল্য : কোনোরকম আবেদন মূল্য লাগবে না। 

🔵নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা ও শারীরিক সুস্থতা পরীক্ষা(Physical Fitness Test)  মাধ্যমে প্রার্থী নির্বাচ হবে। 

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত অব ও যোগ্য প্রার্থীগণ Indian Coast Guard এর অফিসিয়াল  ওয়েবসাইট  https://www.joinindiancoastguard.gov.in/  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...


👉 আবেদন করুন      Link Activate on 30/10/2019


No comments

Powered by Blogger.