Daily Current Affairs, 2nd October,2019

Daily Current Affairs, 2nd  October,2019

Related image

সাধারণ জ্ঞান বিভাগ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ, আপনি যদি বর্তমানের সমস্ত খবরের সাথে আপডেট হন তবে আপনাকে পরীক্ষায় ভাল স্কোর করতে সহায়তা করতে পারে।বর্তমান সংবাদ হ'ল সেই অংশ অর্থাৎ  সাধারণ জ্ঞান বিভাগ কে সম্পূর্ণ করে। তাই ভারতে ও ভারতের বাইরে কী ঘটছে তা জানা গুরুত্বপূর্ণ। তাই সাধারণ জ্ঞান (GK) আপডেট করার জন্য সেই সব গুরুত্বপূর্ণ খবর গুলি জানা প্রয়োজন। এখানে ২রা  অক্টোবর ২০১৯ এর সারাদিন ধরে থাকা গুরুত্বপূর্ণ খবরের সূচী দেওয়া হলো।

১) গান্ধীর দেড়শতম বার্ষিকী উপলক্ষে ইউনেস্কো (UNESCO ) এবং দূরদর্শন টিভি শোতে অংশ নিয়েছেন।

UNESCO 
🔎 সদর দফতর : প্যারিস, ফ্রান্স
🔎গঠন : 4 নভেম্বর 1946; 73 বছর আগে

২)ইন্ডিয়া ট্যুরিজমের সাথে (Films Division of India)ভারতের ফিল্ম বিভাগটি  ২য় থেকে 6ষ্ঠ  October অক্টোবর পর্যন্ত মুম্বাইয়ের জেবি হলে গান্ধী চলচ্চিত্র উৎসবের আয়োজন করে।

Films Division of India

🔎প্রতিষ্ঠাতা : ভারত সরকার
🔎 সদর দফতর : মুম্বাই
🔎গঠন : 1948,  মুম্বাই

৩) নীতায়োগের স্কুল শিক্ষার মান সূচকে শীর্ষে রয়েছে কেরালা। উত্তর প্রদেশের তালিকার নীচে ছিল। চন্ডিগড় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকায় শীর্ষে রয়েছে।

৪) ভারত ও কাজাখস্তানের মধ্যকার যৌথ সামরিক অনুশীলন KAZIND-2019 এর চতুর্থ সংস্করণটি উত্তরাখণ্ডের পিঠোরাগড়ে অনুষ্ঠিত হবে।

৫) আন্তর্জাতিক সম্মেলন মাসক্র্রেড 2019 এর 6th ষ্ঠ সংস্করণটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।

৬)বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন এবং টিকাদান জন্য গ্লোবাল অ্যালায়েন্সের 'ভ্যাকসিন হিরো' ‘Vaccine Hero’ পুরষ্কার দেওয়া হয়েছে।

৭) বেলজিয়ামের টর্নোই স্যাটেলাইট প্রতিযোগিতায় মহিলা সাবার স্বতন্ত্র ক্যাটাগরিতে রৌপ্য পদক জিতেছেন ভারতীয় ফেন্সার সিএ ভবানী দেবী।

৮)শ্রীনগর ভিত্তিক ফুটবল ক্লাব রিয়েল কাশ্মীর এফসির একটি ডকুমেন্টারি বাফটা অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে।

No comments

Powered by Blogger.