Staff Selection Commission (SSC) Combined Graduate Level (CGL) Exam

Combined Graduate Level Exam 2019



Image result for job

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন ? আপনার জন্য সুবর্ণ সুযোগ। Staff Selection Commission (SSC)  বিভিন্ন  পদে  নিয়োগের  জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি আগ্রহী হন তাহলে নীচে দেওয়া বিস্তারিত বিবরণ গুলো যত্নসহকারে পড়ে  আপনিও আবেদন করতে পারেন।

🔵 নিয়োগকারী সংস্থা : Staff Selection Commission (SSC)

🔵 বিজ্ঞপ্তি নাম্বার : F. No. 3/4/2019-P&P-I (Vol.-I)

🔵 পদের নাম : Vacancies in Group B & C পদ। সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ুন

🔵 বেতন : Pay Level-8 (Rs 47600 to 151100) 

🔵 কর্মস্থল : All Over India

🔵 আবেদন শুরু : 22-10-2019

🔵 আবেদনের শেষ তারিখ : 25-11-2019 by 17:00 Hrs

🔵 আবেদনের পদ্ধতি : Online  ,বিশদ জানতে পাশের লিংক এ ক্লিক করুন - Official Guideline 

🔵 শিক্ষাগত  ও  অন্যান্য  যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয়  থেকে স্নাতক ডিগ্রি।

🔵 বয়স সীমা : 01/01/2020 এ 18 থেকে 30  বছরের মধ্যে হতে হবে। 

🔵 জাতীয়তা : অবশ্যই ভারতীয় হতে হবে।

🔵 আবেদন মূল্য : General: Rs. 100/-

SC/ ST/ Women/Ex-Servicemen: Nil

আবেদন ফী 100/- টাকা, ক্রেডিট  ও ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে বা নেট ব্যাংকিং  অথবা SBI চালান এর মাধ্যমে জমা দেয়া যাবে।

🔵নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা ও দক্ষতার পরীক্ষার  মাধ্যমে প্রার্থী নির্বাচ হবে। 

🔵 কিভাবে আবেদন করবেন  : উপযুক্ত অব ও যোগ্য প্রার্থীগণ Staff Selection Commission (SSC) এর অফিসিয়াল  ওয়েবসাইট  https://ssc.nic.in/  গিয়ে আবেদন করতে পারেন। 

🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...


গুরুত্বপূর্ণ লিঙ্ক


👉 আবেদন করুন  (Registration | Login)

👉 Important_notice

No comments

Powered by Blogger.