সাধারণ জ্ঞান-বিজ্ঞান এর কিছু প্রশ্ন-উত্তর -2

সাধারণ জ্ঞান-বিজ্ঞান এর কিছু প্রশ্ন-উত্তর যা আপনার GK জ্ঞান কে আরো বৃদ্ধি করবে। 



🔴বিশ্বের প্রাচীনতম গ্রন্থ কি?
👉বেদ।

🔴সবচাইতে  দ্রুতগামীপ্রাণী কোনটি ?
👉চিতাবাঘ, ঘন্টায় 700 মাইল দৌড়ায়।

🔴পৃথিবীর সবচাইতে উচ্চতম মিনার কোনটি?
👉কুতুব মিনার ( ভারত)  288 ফুট উচু । 379 টি সিড়ি ।

🔴পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়াম কোথায় অবস্থিত?
👉চোকোস্লাভাকিয়ার  রাজধানী প্রাগে অবস্থিত । 40 হাজার জিমন্যাস্ট ও 2 লাখ 40 হাজার দর্শক একসঙ্গে অংশগ্রহণ করতে পারে।

🔴বিশ্বের সবথেকে বড় থিয়েটার হল কোথায় অবস্থিত?
👉চীন দেশের শহর আসন সংখ্যা প্রায় 10 হাজার।

🔴সর্বপ্রথম  বারুদ আবিষ্কার করা হয় কোথায় ?
👉চীন দেশে।

🔴কাক নেই কোন দেশে?
👉লাক্ষাদ্বীপ।

🔴সবচেয়ে বেশি দিন ফল দেয় কোন গাছ?
👉ন্যাশপাতি গাছ। এরা প্রায় 300 বছর পর্যন্ত ফল দেয়।

🔴কোন মাছ দুধ দেয় এবং ডিম এর পরিবর্তে বাচ্চা হয়?
👉 তিমি মাছ।

 🔴কোন প্রাণী মুখ দিয়ে জল পান করে না?
👉ব্যাঙ মুখ  দিয়ে জল পান করে না।  শরীরের ছিদ্র দিয়ে জল শুষে নেয়।

🔴সাদা হাতির দেশ কাকে বলে?
 👉থাইল্যান্ড।

 🔴কোন দেশকে চির বসন্তের দেশ বলা হয়?
 👉সুইজারল্যান্ড।

🔴কোন দেশকে নীল নদের দান বলা হয়?
 👉মিশরকে।

🔴কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলে?
 👉জাপান।

🔴পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
👉ভারতের মেঘালয়এ চেরাপুঞ্জির মৌসিনরাম গ্রাম।

🔴পৃথিবীর সবচেয়ে হালকা জিনিস কোনটি?
 👉হাইড্রোজেন  গ্যাস ।

🔴কোথায় চা এর প্রচলন প্রথম হয়?
 👉চীন দেশে।

🔴হ্যাপি বার্থডে টু ইউ গানটি কে রচনা করেন?
 👉1936 সালে গানটি রচনা করেন দিলডার্ড প্যাটি হিল। 


1 comment:

Powered by Blogger.