এক কথায় সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর -3

সাধারণ জ্ঞান-বিজ্ঞান এর কিছু প্রশ্ন-উত্তর যা আপনার GK জ্ঞান কে আরো বৃদ্ধি করবে।



🔎মশা ও মাছির পরে তৃতীয় কোন প্রাণীর জেনেটিক কোড পুরোপুরি উদ্ধার করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা?
👉মৌমাছি

🔎কি অপরাধে রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাক এর আদালত ?
👉দুজেইল গণহত্যা।

🔎ভারতের একমাত্র অঙ্গরাজ্য যার নিজস্ব পুলিশ আইন আছে তার নাম কি?
👉হরিয়ানা।

🔎কোন রাজ্য সরকার বিবাহের পূর্বে  AIDS টেস্ট বাধ্যতামূলক করেছে ?
👉বিহার।

🔎বাংলা ভাষায় অ্যাস্ট্রোফিজিক্স এর বই ‘বিশ্ব জীবনী’ এর লেখক কে ?
👉মণি ভৌমিক ।

🔎জোসেফ বারবারা কোন বিশ্ব বিখ্যাত কমিক জুটির অন্যতম স্রষ্টা ছিলেন ?
👉টম এন্ড জেরি।

🔎মহিলা মহাকাশচারী সবথেকে বেশি সময় হাঁটার রেকর্ড করেছেন?
👉সুনিতা উইলিয়াম ।

🔎কার জীবনী নিয়ে রচিত গ্রন্থের নাম রোমান্স উইথ লাইফ ?
👉 ধীরুভাই আম্বানি।

🔎কে ভারতের প্রথম ট্রিলিয়ন আর ?
👉মুকেশ আম্বানি।

🔎ঋতুপর্ণা ঘোষ নির্দেশিত কোন চলচ্চিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন?
👉দ্য লাস্ট লিয়র ।

🔎“দক্ষিণাত্যে ক্ষত আমার বিপদ ডেকে এনেছিল এবং দক্ষিণাত্যে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়” আমি কে ?
👉ঔরঙ্গজেব।

🔎কলম্বাসের  কবে আমেরিকা আবিষ্কার করে ?
👉1942 সালে ।

🔎সুভাষচন্দ্র বসু পদত্যাগের পর কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন?
👉রাজেন্দ্র প্রসাদ।

🔎‘মহান বৃদ্ধ’ নামে কে পরিচিত ?
👉দাদাভাই নৌরজি ।

🔎সুরেন্দ্রনাথ কর্তৃক ভারত সভা কবে স্থাপিত হয়?
👉1876 সালে ।

🔎কে বলেছেন ‘ভারতীয় সংগীত’ শুধু মানুষকে না প্রাণীদের মুগ্ধ করে ?
👉আমির খসরু ।

🔎ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় তৈরি হয়েছিল?
 👉থুম্বা ।

🔎বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয়?
👉1886 সালে ।

🔎‘গরদ’ শব্দের অর্থ কি ?
👉বিপ্লব।

🔎ভারতীয় বিপ্লবদের জননী কাকে বলা হয় ?
👉ভিকাজি রুস্তমজি  কামা ।

🔎নৌ বিদ্রোহ কবে কোথায় প্রথম হয়েছিল ?
👉হাজার 1946 সালে 18 ফেব্রুয়ারি বোম্বে তালওয়ার জাহাজে ।

🔎স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
👉সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ।


No comments

Powered by Blogger.