সাধারণ জ্ঞান-বিজ্ঞান এর কিছু প্রশ্ন-উত্তর-1
সাধারণ জ্ঞান-বিজ্ঞান এর কিছু প্রশ্ন-উত্তর যা আপনার GK জ্ঞান কে আরো বৃদ্ধি করবে।
➤ মধ্যপ্রদেশের শিবপুরি জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত?
👉চিতাবাঘ ও চিতল হরিণ।
➤কোন আন্দোলন ব্যর্থ হওয়ার পর স্বরাজ দল গঠিত হয়েছিল?
👉অসহযোগ আন্দোলন।
➤ সিংহাসন আহরণের সময় আকবরের কত বছর বয়স ছিল?
👉13 বছর।
➤মোনাজাইট কিসের আকরিক?
👉থোরিয়াম।
➤ ননস্টিক রান্নার বাসন এ কিসের প্রলেপ দেয়া হয়?
👉 টেফলন।
➤ রেডিয়াম কোন খনিজ থেকে পাওয়া যায়?
👉পিচব্লেন্ড।
➤অক্সিজেন ও ওজন হলো পরস্পরের কি?
👉 অ্যালোট্রপ।
➤ ফোলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম?
👉ভিটামিন -B9 .
➤কোষীয় বিকাশ নিয়ন্ত্রণকারী প্রধান কোষীয় অঙ্গানুটি কি ?
👉নিউক্লিয়াস।
➤মান্নান উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে পৃথক হয়েছে?
👉 শ্রীলঙ্কা।
➤দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি
👉গোদাবরী।
➤কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়?
👉চুনাপাথর।
➤এপিকালচার কি উৎপাদনের বৈজ্ঞানিক বিধি?
👉মধু।
➤ নীরজ চোপড়া কোন ক্রিডাক্ষেত্রে সঙ্গে যুক্ত ?
👉জ্যাভিলিন থ্রো।
➤ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি কি?
👉 ব্যারেন।
➤ভারত স্বাধীনতা পাওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
👉 ক্লিমেন্ট এটলি।
➤ সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে স্বীকৃতি দেয়া হয়েছে?
👉 জীব বৈচিত্রের জন্য।
➤ কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল?
👉 দাদাভাই নওরোজি।
➤ বুদ্ধ কোথায় তার বাণী প্রচার করেছিলেন?
👉 সারনাথ।
➤ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন?
👉 হরিষেন।
➤”পথের দাবী” -র লেখক কে ছিলেন?
👉 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
➤ ক্যাথোড রশ্মি তে কোন আধান থাকে?
👉 ঋণাত্মক।
➤ তড়িৎ প্রবাহ নির্ণয় যন্ত্র কে কি বলে?
👉 এমোমিটার।
➤ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ যখন ঘটানো হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
👉 ইন্দিরা গান্ধী।
➤ কোন বনাঞ্চল ভারতের বনভূমি সবচেয়ে বেশি আয়তন অধিকার করে আছে?
👉 ক্রান্তীয় আদ্র পর্ণমোচী।
➤ কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য?
👉 অন্ধ্রপ্রদেশ।
➤ বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেছিল?
👉 স্বামী বিবেকানন্দ।
➤ সাফারি শব্দের আক্ষরিক অর্থ কি ?
👉শিকারে যাওয়া।
➤ডিভাইন কমেডি গ্রন্থটির রচয়িতা কে ?
👉 দান্তে।
➤ নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়?
👉 অমরকন্টক।
➤ আইন-ই-আকবরী গ্রন্থটির লেখক কে?
👉 আবুল ফজল।
➤ একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কিরূপ হবে?
👉 চার গুণ.
➤ মোতি মসজিদ কোন শহরে অবস্থিত?
👉 আগ্রা।
➤ কোন মাসে ভারতে দিনের দৈর্ঘ্য বেশি হয় ?
👉 জুন।
➤ “মেঘে ঢাকা তারা” চলচ্চিত্রটির পরিচালক কে?
👉 ঋত্বিক ঘটক।
➤বৃক্কের গঠনগত কার্যগত একক কি?
👉 নেফ্রন।
➤ সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস কি ?
👉নিউক্লিয় সংযোজন।
➤ জাতীয় বননীতি কোন সালে গৃহীত হয়?
👉 ১৯৫২ সালে।
➤ বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
👉 উইলিয়াম জোনস।
➤"ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে” কোন তারিখে পালন করা হয় ?
👉১৬ই মার্চ।
➤কততম দেশ হিসেবে ইজরাইলে চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার অবতরণের প্রয়াস করল?
👉চতুর্থ।
➤ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন?
👉 ভিটামিন K .
➤ভারতে সর্বাধিক পতিত জমি কোন রাজ্যে রয়েছে?
রাজস্থান।
➤ দেশভাগের সময় ভারতে কতগুলো রাজ্য ছিল?
👉562 .
➤ কোন বিদেশি শাসক কোহিনূর হীরে লুট করে নিয়ে যায়?
👉নাদের শাহ।
➤ বক্সাইট থেকে যে ধাতু নিঃসৃত হয় সেটি কি?
👉অ্যালুমিনিয়াম।
➤ মঙ্গল পান্ডে কোথায় সিপাহী বিদ্রোহ সূচনা করেন?
👉ব্যারাকপুর।
No comments