রেলে ১,৪০,০০০ পদে নিয়ােগের পরীক্ষা ১৫ ডিসেম্বর থেকে

রেলে ১,৪০,০০০ পদে নিয়ােগের পরীক্ষা ১৫ ডিসেম্বর থেকে





রেলওয়ে রিক্রুটমেন্ট বাের্ড আয়ােজিত আরআরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (এন টি পি সি) এবং গ্রুপ-ডি পদের পরীক্ষা চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানালেন রেলওয়ে রিক্রুটমেন্ট বাের্ডের চেয়ারম্যান বিনোদ দুয়া । এন টি পি সি পরীক্ষা (বিজ্ঞপ্তি নম্বর Cen 01/2019) এবং আর আর বি গ্রুপ-ডি পরীক্ষার (বিজ্ঞপ্তি নম্বর RRB CEN 01/2019 Level 1 Posts) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যথাক্রমে ২০১৯-এর ২৮ ফেব্রুয়ারি এবং ১২ মার্চ। কিন্তু প্রথমে পরীক্ষাকেন্দ্র নির্বাচন করা নিয়ে সমস্যা ও পরবর্তী কালে কোভিড অতিমারির জেরে পরীক্ষা নেওয়া যায়নি। সম্প্রতি আর আর বি চেয়ারম্যানের বক্তব্য টুইটারে আপলােড করে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আবেদনপত্র যাচাইয়ের কাজ শেষ হয়েছে, চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকেই রেলওয়ে রিক্রুটমেন্ট বাের্ড ওই পরীক্ষা নেবে। বিনােদ দুয়া জানান, পরীক্ষার বিশদ সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক।

উল্লেখ্য, এন টি পি সি-র উচ্চমাধ্যমিক যােগ্যতায় ঘােষিত মােট শূন্যপদের সংখ্যা ১০,৬২৮টি, স্নাতক যােগ্যতায় শূন্যপদ ২৪,৬৪৯ টি। অন্যদিকে, গ্রুপ-ডি লেভেল-১ পদের ক্ষেত্রে ঘােষিত শূন্যপদের সংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি। সব মিলিয়ে ১.৪০ লক্ষ শূন্য পদে নিয়ােগের পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর। বিনােদ দুয়া জানিয়েছেন, আবেদনপত্র জমা পড়েছে ২.৪২ কোটি। এছাড়া মিনিস্টেরিয়াল পােস্টের জন্য ১,০০০ টি (বিজ্ঞপ্তি নম্বর CEN 03/2019) শূন্য পদ ঘোষণা করা হয়েছিল। সেই পদগুলিতে নিয়ােগের পরীক্ষাও নেওয়া হবে ওই সময়কালেই।

No comments

Powered by Blogger.