নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়গ

নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ 




৮৪ জন ফ্যাকাল্টি-কাম-এ্যাডমিনিস্ট্রেটর নেবে নবোদয় বিদ্যালয় সমিতি। পাটনা রিজিয়নের অন্তর্গত পশ্চিমবঙ্গের বর্ধমান এবং বিহার ও ঝাড়খণ্ডের পাটনা, কাটিহার ও রাঁচির জওহর নবোদয় বিদ্যালয়ে চুক্তিতে নিয়োগ করা হবে।

👉 শিক্ষাগত যােগ্যতা: স্নাতক, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা অথবা ডােয়েক ‘এ’ লেভেল কোর্স পাশ। অথবা কম্পিউটার সায়েন্স বা ইনফর্মেশন টেকনােলজি বা ইনফর্মেশন সায়েন্সে বি ই বা বি টেক। বি সি এ ডিগ্রিধারীরাও আবেদনের যােগ্য।

👉 বয়স: ৩১-৮-২০২০ তারিখে ৬০ বছরের মধ্যে হতে হবে। 

👉বেতন: নির্দিষ্ট মাসিক ২৬,২৫০ টাকা।

দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনের বয়ান পাবেন এই ওয়েবসাইটে: www.navodaya.gov.in প্রয়ােজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল-সহ পূরণ করা দরখাস্ত যে-ক্লাস্টারের জন্য দরখাস্ত করতে চাইছেন, তার নির্দিষ্ট ই-মেল আইডিতে পাঠান। দরখাস্ত পাঠানাের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর।

👉ক্লাস্টার অনুসারে ই-মেল আই ডি: 

👍 পাটনা ক্লাস্টার: ropatnacontappoint20bih@gmail.com, 

👍 কাটিহার ক্লাস্টার : contract.appointment.bhagalpur@gmail.com ,

👍 রাঁচি ক্লাস্টার: contract.appointment.ranchi@gmail.com ,

👍 বর্ধমান ক্লাস্টার: jnvburdwan@gmail.com 

No comments

Powered by Blogger.