কিভাবে কম্পিউটার সিস্টেম তথ্য দেখতে পাওয়া যায়


কোনো কম্পিউটার সিস্টেম তথ্য জন্য  ওই কম্পিউটারে ডেস্কটপ এ This Pc নামে  যে আইকন তা আছে সেটা সিলেক্ট করে রাইট  ক্লিক করুন। রাইট ক্লিক করলে একটি যে মেনু লিস্ট শো করবে তা থেকে সবচেয়ে নিচে  Properties তে ক্লিক করুন।এখানে আপনি ওই সিস্টেম এর সব তথ্য  আপনি দেখতে পাবেন। অথবা Run (Windows + R ) এ গিয়ে dxdiag লিখে এন্টার কি প্রেস করুন। এখানে সিস্টেম সমন্ধ্যে সব তথ্য় পেয়ে যাবেন।
   

No comments

Powered by Blogger.