মাউস পয়েন্টার কিভাবে পরিবর্তন করবেন
মাউস পয়েন্টার চেঞ্জ করতে গেলে প্রথমে আমাদের কে Control panel(কন্ট্রোল প্যানেল)
যেতে হবে। এরপর Appearance and Personalisation (এপিয়ারেন্স এন্ড পারসোনালাইজেসন) তারপর
Personalisation (পারসোনালাইজেসন) এখানে বাম দিকে Change Mouse Pointers (চেঞ্জ
মাউস পয়েন্টার) এ ক্লিক করলে একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখানে Pointers ট্যাব এর
মধ্যে Schame বিভাগ থেকে আপনার পছন্দের Schame সিলেক্ট করলে তার সাথে মাউস
পয়েন্টার গুলিও চেঞ্জ হতে থাকে। যা আপনি নিচে Customise বিভাগে দেখতে পাবেন। এখানে
আপনি schame চেঞ্জ না করে মাউস পয়েন্টার চেঞ্জ করতে চান তাহলে customise এ গিয়ে
মাউস এর যেই পয়েন্টার টা চেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করে Browse বাটন এ ক্লিক
করলে আবার একটি নতুন উইন্ডো খুলবে। এখান থেকে আপনি যে পয়েন্টার টা ব্যবহার করতে
চান সেটা সিলেক্ট করে Open বাটন এ ক্লিক করলে নতুন উইন্ডো টা বন্ধ হয়ে যাবে এবং
পুরানো উইন্ডো তে ফিরে আসবে। এর পর Apply এবং তারপর OK তে ক্লিক করলে মাউস
পয়েন্টার তা পরিবর্তন হয়ে যাবে।
No comments