কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়গ

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়গ 

Kazi_Nazrul_University_recruitment
KNU_Job

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসােসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদে ২৯ জনকে নেবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এই নিয়ােগের বিজ্ঞপ্তি নম্বর: KNU/R/Advt./931/20.

শূন্যপদের বিন্যাস

 প্রফেসর: অ্যাপ্লায়েড সাইকোলজি ১টি, বাংলা ১টি, কেমিস্ট্রি |১টি, কমার্স ১টি, এডুকেশন ১টি, জিওগ্রাফি ১টি, হিস্ট্রি ১টি, ল ১টি, ফিলােজফি ১টি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ১টি।

অ্যাসােসিয়েট প্রফেসর: অ্যানিম্যাল সায়েন্স ২টি, অ্যাপ্লায়েড সাইকোলজি ২টি, কেমিস্ট্রি ১টি, এডুকেশন ১টি, জিওগ্রাফি ১টি, হিন্দি ২টি, ল ১টি, ম্যাথমেটিক্স ১টি, ফিজিক্স ১টি, পলিটিক্যাল সায়েন্স ১টি, মাইনিং ইঞ্জিনিয়ারিং ২টি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ২টি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: হিস্ট্রি ১টি, পলিটিক্যাল সায়েন্স ১টি।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://www.knu.ac.in/ দরখাস্তের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। অনলাইনে দরখাস্ত যথাযথ ভাবে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। প্রয়ােজনীয় নথিপত্র-সহ দরখাস্তের প্রিন্ট আউট ১৮ ডিসেম্বরের মধ্যে পৌঁছতে হবে নির্দিষ্ট ঠিকানায়। বিশদ তথ্যের জন্য দেখুন উপরােক্ত ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.