ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে চাকরি

ইন্ডিয়া সিকিউরিটি প্রেসে চাকরি



সুপারভাইজার পদে ৩২ জনকে নেবে ইন্ডিয়া সিকিউরিটি প্রেস। নিয়ােগ হবে এস ওয়ান ক্যাটেগরিতে। এই নিয়ােগের বিজ্ঞপ্তি নম্বর: 03/2020.

শূন্যপদের বিবরণ:

সুপারভাইজর: টেকনিক্যাল অপারেশনস: ৮টি। টেকনিক্যাল কন্ট্রোল; ৭টি। শিক্ষাগত যােগ্যতা: প্রিন্টিং টেকনােলজিতে ডিপ্লোমা। বি ই এবং বি টেক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন।

টেক অপারেশনস: মেকানিক্যাল ৮টি, এ সি প্ল্যান্ট মেইন্টেন্যান্স ১টি। শিক্ষাগত যােগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। বি এসসি (ইঞ্জিনিয়ারিং), বি ই এবং বি টেক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন।

টেকনিক্যাল অপারেশনস-ইলেক্ট্রিক্যাল: ৮টি। শিক্ষাগত যােগ্যতা: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। বি এসসি (ইঞ্জিনিয়ারিং), বি ই এবং বি টেক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন।

সব ক্ষেত্রেই প্রার্থীকে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।বয়স: ২১-১২-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম: ২৬,০০০-১,০০,০০০ টাকা।

প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে।

অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: https://ispnasik.spmcil.com/Interface/Home.aspx দরখাস্তের শেষ তারিখ ২১ ডিসেম্বর।


🔴 আগ্রহী প্রার্থী আবেদন করার আগে নিয়োগকারী সংস্থা দেওয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে তবেই আবেদন করুন ।.. নিচে লিংক দেওয়া হলো। ...

👉 অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে ক্লিক করুন

👉 আবেদন করুন   এখানে ক্লিক করুন


বিশদ তথ্যের জন্য India Security Press Road এর ওয়েবসাইট https://ispnasik.spmcil.com/Interface/Home.aspx 

দেখুন । 

No comments

Powered by Blogger.