বকা মাতালের বাজার করা

boka mataler
বকা মাতালের বাজার করা 

আমাদের অ্যানিমেশন সংস্থা গ্রাফটুনস এর একটি হাসির গল্প চরিত্র হলো বকা বা বকা দা। সেই বকাদার নতুন গল্প "বকা মাতালের বাজার করা" এই গল্পটি লিখেছেন ও স্ক্রিপ্ট করেছেন বিভাস ভুঁইয়া। বকার  গল্পগুলি মদ নিয়ে হলেও এটা নিছকই আনন্দদেওয়ার উদ্দেশ্যে তৈরী করা। মদ বা কোনো নেশাকে বাহবা দেওয়া আমাদের উদেশ্য নয়। গল্পটা পড়ুন অবশ্যই আনন্দ পাবেন। গল্পের শেষে এই গল্পের অ্যানিমেশন লিংক দেওয়া আছে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন।  


সিন্ ১


সকালবেলা। বকাদার বাড়ি। বকাদা বিছানায় বসে চা খাচ্ছে।  


বকাদা : (চা খেতে খেতে, রান্না ঘরের দিকে তাকিয়ে) বাহ্ গিন্নি তোমার চায়ের জবাব নেই। সকালে তোমার হাতে চা না খেলে আমার সকালটাই বিগড়ে যায়। 

(রান্না ঘরে বকা দা'র বৌ টুম্পা ও বকা দা'র মা আজকের রান্না নিয়ে আলোচনা হচ্ছে।)

টুম্পা : মা, আজ তো দশহারা। দুপুরে ভাত খাওয়া হবে না। ফল, চিড়ে, মুড়কি এ সব খেয়ে থাকতে হবে। রাতে তো আবার দশ শাক খেতে হয়?

মা : হ্যাঁ বৌমা। সবই তো কাল আমি গিয়ে নিয়ে এসেছি। শুধু  আজ বাজার থেকে দশ শাক আনতে হবে। আর হ্যাঁ, কাল চিড়েটা আনা হয়নি। দোকানে ভালো চিড়েটা শেষ হয়ে গিয়েছিলো। 

টুম্পা : ঠিক আছে মা। আজ তাহলে রান্না তো করতে হচ্ছে না।  আমি ঘর-দোরটা পরিষ্কার করে পুজোর জোগাড়টা করে নিচ্ছি। আপনি ওই দুটো জিনিস নিয়ে চলে আসুন।

মা : বৌমা তুমি একা পারবে না সব কাজ। তুমি ঘর-দোর পরিষ্কার করো, আমি পুজোর জোগাড়টা করে নিচ্ছি। আর বকা তো আজ বাড়িতেই আছে, ওকে বাজার পাঠিয়ে দিচ্ছি। 

টুম্পা : না না মা। ওকে একদম দিও না। ও গেলেই ওই সব ছাইপাঁশ গিলবে আর সব ভুল-ভাল করে আসবে।

(ইতিমধ্যে রান্না ঘরে বকা দা আসে।)

মা : দুটো জিনিস তো, এতে আর কি ভুলবে?

টুম্পা : আপনার যা ছেলে! দুটো কেন, একটা জিনিস আনতে দিলেও ঠিক মাতলামো করতে করতে ভুল করে আসবে।

বকাদা : (চিৎকার করে) কি! অপমান। ঘোর অপমান। তুমি আমাকে কি ভাবো? মাঝেমধ্যে একটু মদ খাই বলে, আমি কি মাতাল? একটা কেন? একশোটা বলো। আমি ঠিক এনে দেব। একটা ভুল হলে আমার নাম পাল্টে দেবে। হুঁ হুঁ আমার নামও বকা।

টুম্পা : (জোরে আয়াজ করে) হুঁহ, কি আমার সম্মানিও মহাপুরুষ এলেন রে! তোমার সম্মান তোমার পকেটে রাখো। যে দুটো জিনিস আনতে বলছে ঠিকঠাক এনে আমায় উদ্ধার করো। যাও।

বকাদা : (মনে মনে ভাবে) শালা কি চরিত্র বানিয়েছি মাইরি! নিজের ঘরেও এতটুকু সম্মান নেই। না নেশা করাটা এবার মনে হয় বন্ধ করতেই হবে।

মা : (বাজারের ব্যাগ নিয়ে আসে) এনে বকা। (ব্যাগটা দিয়ে) দোকান থেকে ৫০০ ভালো চিড়ে নিবি। আর বাজার থেকে দশ শাক নিবি।  আর হ্যাঁ দেখলাম আলু কম আছে, তুই কিলো খানেক আলু নিয়ে নিস্।

টুম্পা : মনে থাকবে তো? ভালো চিড়ে, শাক আর আলু নিয়ে আসবে। ভুলে যেও না যেন। 

বকাদা : না রে বাবা না। তুমি কি আমাকে পেঁচো মাতাল পেয়েছো নাকি? যে সারাদিন মদ খাবো? (বলেই গজগজ করতে করতে বেরিয়ে যায়।)



কাট    


সিন্ ২

.........

[বাজারের রাস্তা। রাস্তার ধরে চায়ের দোকান। কেলো দা বসে চা খাচ্ছে। বকা দা সেই রাস্তা দিয়ে বাজারের দিকে হাটছে।]


কেলো দা : আরে বকা, কোথায় যাচ্ছিস? পুজোতে কি স্পেশাল কিছু ব্যাপার হচ্ছে নাকি?

বকা দা : (বকা দা পাশে এসে দাঁড়ায়) আরে না না। আর বলিস না। সকাল বেলায় বাজারের ব্যাগ দিয়ে বউ বাজার পাঠিয়ে দিল। 

কেলো দা : চা খাবি নাকি? বস না, বাজার একটু পরেই করবি ক্ষণ।

বকা দা : না না আমি চা খাবো না। বাড়ি থেকে চা খেয়েই বেড়িয়েছি। কেলো তোর আজ ছুটি আছে তো? কিছু ব্যবস্থা করেছিস নাকি?

কেলো দা : এখনো করিনি। কালকের একটা সাড়ে সাতশো রাখা আছে। যদি বলিস এখনই গিয়ে দু'জনে (বলে মুখে ইশারার সাথে একটা আওয়াজ করবে )

বকা দা : ঠিক আছে। তাড়াতাড়ি বাজার করে রেখে আসি।

কেলো দা : আরে তোর মাথা খারাপ? বাজার ঘরে রাখতে গেলে আস্তে দেবে তোকে? আবার অন্য কাজ দিয়ে দেবে। এখন অনেক টাইম আছে। আর কতক্ষণই বা লাগবে একটা ৭৫০! চল চল।

বকা দা : ঠিক আছে তবে চল চাটটা নিয়ে নিই। 



কাট   


সিন্ ৩

.........

[বাজার। বকাদা মদ খেয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে বাজারে আসছে।]


বকা দা : আরে! বাজারে এত ভিড় কম কেন? সব বাজার উঠে গেলো নাকি? মনে হচ্ছে মদ খেতে গিয়ে অনেক দেরি করে ফেলেছি। আজ নির্ঘাত বৌ-এর হাতে মার খাবো। যাই তাড়াতাড়ি বাজারটা করে নিই।  (যেতে গিয়ে দাঁড়িয়ে পরে।) ১ মিনিট, আমাকে বাজার থেকে কি নিয়ে যেতে বলল? শাক আলু, না, আলু শাক, হুম শাক, শাক বলেছে। যাই শাকটা আগে নিয়ে নিই।


(ওদিকে এক শাকালু বিক্রেতা, হাক ডাক মেরে শখালু বিক্রি করছে)


সাখালু বিক্রেতা : নরম নরম টাটকা, একদম ফ্রেশ শাকালু মাত্র ৫০/- টাকা কিলো। নিয়ে যান নিয়ে যান। এই রকম শাকালু গোটা বাজারে আর পাবেন না। একদম সস্তা। শাকালু ৫০/- টাকা ৫০/- টাকা ৫০/- টাকা।

বকা দা : (শাকালুর কথা শুনে) এই এক্ষুণি ভুল করে ফেলতাম। বউ তো আমাকে শুধু শাক বলেনি। তার সাথে কিছু একটা বলেছিল বটে। আর আমার মনে হয় সেটা শাকালুই হবে। শাক নিয়ে গেলে এক্ষুণি ঝার খেতাম। (নিজেই নিজের পিঠ চাপড়ে বলে) well Done বকা, well Done। (শাকালু বিক্রেতার দিকে এগিয়ে যায়।)

শাকালু বিক্রেতা : আসুন দাদা, আসুন, কত দেবো বলুন?

বকা দা : প্রথমে আপনাকে ধন্যবাদ দাদা।

শাকালু বিক্রেতা : কেনো দাদা?

বকা দা : আপনি, আমার একটা বড়ো ভুল করা থেকে বাঁচিয়েছেন।

শাকালু বিক্রেতা : (মনে মনে ভাবে) মালটাকে বেশি বকালে হবে না, পুরো নেশায় চুর হয়ে আছে। (বকা দার দিকে তাকিয়ে বলে) ওহ আচ্ছা আচ্ছা। কত দেবো দাদা?

বকা দা : ১ কিলো দিন। 


(শাকালু বিক্রেতা শাকালু ওজন করে দেয় এবং টাকা নেয়। বকা দা শাকালু নিয়ে চলে যায়।)



কাট


সিন ৪

.........


বকা দা বাজার থেকে ফিরছে।


বকা দা : যাক খুব জোর বেঁচে গেছি। যদি ভুল করে শাক আর আলু নিয়ে ফিরতাম, কপালে আজ খুব দুঃখ ছিল। বাহ বাহ, আমি মদ খেতে পারি তবে মাতাল নই। যাক আমি এই বার মুদির দোকানে গিয়ে বাকিটা নিয়ে নিলেই কেল্লাফতে, বউয়ের বাজি আমার হাতে।




কাট 


সিন ৫

........

[চায়ের দোকান। বঙ্কা ও তার বন্ধু টুকাই বসে চা খাচ্ছে। বকা দা পাশ দিয়ে টলতে টলতে হেঁটে যাচ্ছে।]


বঙ্কা : (বকা দা'কে দেখে, টুকাইকে বলে) আরে, বকা দা দেখছি সকাল সকাল কাজ সেরে ফেলেছে। তাহলে একটু মজা করেই দেখি কি বলিস টুকাই?

টুকাই : ঠিক আছে, মালটাকে একটু ঘেটে দিই চল।   

বঙ্কা : আরে বকা দা... বাজার করা হয়ে গেলো?

বকা দা : হ্যাঁ রে ভাই। এবার মুদির দোকানে যাই।

টুকাই : কি বলছো গো বকা দা? তুমি ছুটির দিনটা এইভাবে মাটি করবে?

বকা দা : তুই কি বুঝবি? বিয়ে থা কর তখন বুঝবি ঠ্যালা।

বঙ্কা : বলি মুদির দোকানে কি আনতে যাচ্ছ? ছুটির দিনে কোথায় মদের দোকানে যাবে, তা না করে মুদির দোকানে যাচ্ছ! দ্যাখো আমাদের দিকে দ্যাখো। ছুটিটা কি করে এনজয় করতে হয়!

বকা দা : মেলা ফ্যাচ-ফ্যাচ করিস না তো, চায়ের দোকানে বসে কত এনজয় হয় সে আমার জানা আছে। আমি অলরেডি সাড়ে সাতশো সাটিয়ে দিয়েছি। কি ভাবিস কি আমাকে?

বঙ্কা : আরে বকা দা, আমাদের কি কম ভেবেছ? আমরাও নিয়ে বসে আছি। শুধু লোক পাচ্ছি না বলে...। (ব'লে পকেট থেকে একটা মদের বোতল বের করে দেখায়) এই দু'জনে কি এতটা মদ খাওয়া যায়, বলো?

বকা দা : কি? কি? এইটুকু মদ দু'জনে খাবি, তাও খেতে পারবি না? তোরা মদের গেলাসে ডুবে মর হতভাগা। 

টুকাই : আরে বকা দা এই মদ যা তা মদ নয়! আমরা দু'জন কেন, তোমার মতো ৭ জন এলেও এটা শেষ করতে পারবে না।

বকা দা : ঠিক আছে চল বাজি কর। আমি যদি একা শেষ করি কি দিবি বল?

বঙ্কা : এটা তো আজ খাচ্ছ? প্লাস আরও ৫০০/- টাকা দেবো। আর তুমি না পারলে এই মদটার দাম তুমি দেবে। কিন্তু শর্ত একটাই একবারে বসেই খেতে হবে।

বকা দা : ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি। চল।




কাট


সিন ৬

........

[দুপুর বেলা। ক্লাবের মধ্যে। টুকাই, বঙ্কা ও বকা দা এক সাথে বসে।]


টুকাই দা : (নমস্কার করে) সত্যি বকা দা। তুমি সব পারো।

বকা দা : দেখ তোরা এখন শিশু আছিস। আর যাই করিস মদ নিয়ে আমার সাথে তর্ক করতে আসিস না।

বঙ্কা দা : সে আর বলতে। আমাদের মদটাও গেলো আবার ৫০০ টাকাও গেলো। যা হলো তোমারই হলো।

বকা দা : চল টুংকু বুংকু আমি আসি। আবার দোকান যেতে হবে। কি যেন নিতে হবে বললাম? হ্যাঁ মনে পড়েছে। ভালো চিড়ে। তোদের বাজিটা তো জিতে গেলাম, এবার বউয়ের সাথে বাজিটা জিতে দেখিয়ে দেবো।

বঙ্কা : ভালো চিড়ে? তুমি তাহলে তখন কালো জিরের কথা বলছিলে যে!

বকা দা : হুম... কি বলতো? ভালো চিড়ে না কালো জিরে? আমার ঠিক মনে পড়ছে না। 

টুকাই : ভালো চিড়ে আবার কি? চিড়ে তো চিড়েই হয়, সে তো ভালই হবে। ভালো চিড়ে আবার কোনো নাম হয় নাকি? ওইটা কালো জিরেই হবে ।

বকা দা : হুম… ঠিকই বলেছিস। দেখলি, এক্ষুণি ভুল হয়ে যেত। আর সব দোষ এই মদের উপর পড়ত। (কালো জিরে, কালো জিরে, কালো জিরে বলতে বলতে বকা দা চলে যায়।)

বঙ্কা : এবার জমবে মজা। দ্যাখ কেমন লাগে!

টুকাই : চল পালাই এখান থেকে। (দু'জনের জিপ আউট)

                 


কাট


সিন ৭

........

[বকার বাড়ি। বকা দা দোকান ও বাজার নিয়ে ফিরছে।]


বকা দা : বউ, ও বউ। কোথায় গেলে? দ্যাখো সবগুলো মিলিয়ে দেখে নাও। হুম… আমি নাকি বাজার-দোকান করতে পারি না!

বউ : একেবারে তো রাত্তিরে আসতে পারতে। ২টো জিনিস আনতে এতো সময় লাগে?

মা : দেখি, আমাকে দে দেখি। আলু আর শাকটা আলাদা করে রাখি।

বকা দা : (ব্যাগটা মাকে দিয়ে বলে) এই নাও মা, ব্যাগটা ধরো। এতেই সব আছে।

মা : (ব্যাগটা দেখে চোখ কপালে তুলে) বকা, শাক কই? আর আলুই বা কই? তুই এই শাকালু কেন এনেছিস?

বউ : (রাগান্বিত স্বরে) কি? শাক ও আলুর জায়গায় শাকালু এনেছে? 

মা : হ্যাঁ। আর চিড়ের বদলে কালো জিরে এনেছে।

বকা : (অবাক হয়ে) কি? আমি একটাও ঠিক আনিনি? কি বলছো? ভালো করে দ্যাখো তোমরা।

বউ : তোমার হচ্ছে। আজ তোমার একদিন কি আমার একদিন। মা আজ তুমি আমায় আটকাবে না। এই বলে দিলুম। (ব'লে বকার বউ হাতের সামনে খুন্তিটা তুলে নিয়ে বকাকে তারা করে।)

বকা : আরে এতে আমার কোনো দোষ নেই। ওই টুকাই, বঙ্কা মিলে আমায় মদ খাইয়ে সব ভুলিয়ে দিল।

বউ : প্রতিদিন কোনো না কোনো কারণে তোমার মদ খাওয়া ঘুচিয়ে দেবো। একটা কাজ যদি ভালো করে করতে পারে। আজ এই খুন্তি পেটা করে তোমার পেট ফাটিয়ে দেবো।


সমাপ্ত

এই গল্পের অ্যানিমেশন ভিডিও লিংক - বকা মাতালের বাজার করা 





No comments

Powered by Blogger.